‘বিগ বস্’-এর কাশ্মীরি প্রতিযোগী ফরহানা ভট্টকে ‘জঙ্গি’ বলে আক্রমণ করেছিলেন রোশন গ্যারি। তিনি সম্পর্কে আর এক প্রতিযোগী অমাল মলিকের কাকিমা। এ বার পাল্টা দিল ফরহানার সহযোগী দল। রোশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
রোশন বলিউডে ‘ট্যালেন্ট ম্যানেজার’ হিসাবেও পরিচিত। তাঁকে সম্প্রতি ‘বিগ বস্’-এর প্রতিযোগীদের নিয়ে মন্তব্য করতে বলা হয় এক সাক্ষাৎকারে। ফরহানার প্রসঙ্গ আসতেই রোশন বলেন, “ও হচ্ছে শয়তান! সন্ত্রাসবাদীও বলা যেতে পারে। এটা বলতে চাইনি। কিন্তু এমন কিছু লোক তো রয়েছে, যারা মানুষকে খুন করে তার রক্তপান করার পরেও হাসতে থাকে। ও হচ্ছে তেমনই।”
এই মন্তব্যের জন্য অবিলম্বে ক্ষমা চাইতে হবে অমালের কাকিমাকে। এই দাবি করা হয়েছে ফরহানার সহযোগী দলের পক্ষ থেকে। আইনি নোটিস জারি হয়েছে তাঁর বিরুদ্ধে। পাশাপাশি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিয়ো অবিলম্বে মুছে ফেলার কথা বলা হয়েছে ওই নোটিসে। সেই সঙ্গে প্রকাশ্যে রোশনকে ক্ষমা চাওয়ার কথাও বলা হয়েছে। ফরহানার ভাবমূর্তি নষ্ট করার জন্য ১ কোটি টাকার ক্ষতিপূরণও চাওয়া হয়েছে তাঁদের পক্ষ থেকে।
আরও পড়ুন:
সেই আইনি নোটিস মহারাষ্ট্রের মহিলা কমিশনেও পাঠানো হয়েছে। ফরহানার পরিবারের দাবি, তাঁরা নিজেদের সম্মান রেখে এই কুমন্তব্যের জবাব দিয়েছেন। ফরহানার অনুরাগীদের কাছেও তাঁদের দাবি, তাঁরা যেন সীমা অতিক্রম করে কোনও মন্তব্য না করেন।
শান্তিকর্মী হিসাবে পরিচিত ফরহানা। নিজের রক্ষণশীল পরিবারের বেড়াজাল ভেঙে অভিনয়জগতে এসেছেন তিনি। এর আগেও তাঁর সহযোগী দলের তরফ থেকে বিবৃতিতে বলা হয়েছে, “একটা কথা স্পষ্ট করে দিই। নিজের দেশের জন্য ফরহানা খুবই গর্বিত। প্রতিটি মঞ্চে ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলেছে। একজন দেশপ্রেমী মহিলাকে নিয়ে এই মন্তব্য খুবই অসম্মানজনক। আমরা চাই, ফরহানার সঙ্গে সকলে থাকুন। ও একই সঙ্গে শক্তি, শান্তি ও সাহসের প্রতিনিধিত্ব করতে জানে। এই ঘৃণার বিরুদ্ধে চলুন সকলে এক হই।”