দম্পতি। ছবি: বিপাশা বসুর ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।
পাক্কা ‘ফিটনেস ফ্রিক’! সারা দিন যত ব্যস্ততাই থাকুক না কেন, স্বামী-স্ত্রী দু’জনেই সময় বের করে নেন যোগ বা জিম সেশনের। বেড়াতে গিয়েও জিম-টাইম মিস করেননি বিপাশা-কর্ণের কেউই।
আরও পড়ুন, আরবাজের জন্মদিনে স্পেশাল পার্টির আয়োজন করলেন মালাইকা!
আইফার অনুষ্ঠান মঞ্চে মাত করার পর ফের লম্বা ভ্যাকেশনে বিপাশা বসু ও কর্ণ সিংহ গ্রোভার। আপাতত মিয়ামির নীল সমুদ্রের জলে পা ডুবিয়েই ছুটি কাটাচ্ছেন তারকা দম্পতি।
আরও পড়ুন, রণবীরের এ কী চেহারা!
তবে শুধুই ছুটি কাটানো না। ইনস্টাগ্রামে শেয়ার করেছেন নিজেদের ফিট বডির ছবি। বিপাশা পোস্ট করেছেন লাল বিকিনিতে তাঁর হট লুকস।
❤️
❤️
কর্ণও বাদ যাননি। শেয়ার করেছেন নিজের অসাধারণ ‘বিল্ট’ বডির একটি ছবি। আর তাতেই তাঁদের ভক্তরা বলছেন, এ যেন একে অপরকে টেক্কা দিতেই ছবি পোস্ট করা। আসলে, দু’জনের ‘মাঙ্কি লভ’-এর ‘হ্যাংওভার’ এখনও কাটেনি হয়তো।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy