পাক্কা ‘ফিটনেস ফ্রিক’! সারা দিন যত ব্যস্ততাই থাকুক না কেন, স্বামী-স্ত্রী দু’জনেই সময় বের করে নেন যোগ বা জিম সেশনের। বেড়াতে গিয়েও জিম-টাইম মিস করেননি বিপাশা-কর্ণের কেউই।
আরও পড়ুন, আরবাজের জন্মদিনে স্পেশাল পার্টির আয়োজন করলেন মালাইকা!
আইফার অনুষ্ঠান মঞ্চে মাত করার পর ফের লম্বা ভ্যাকেশনে বিপাশা বসু ও কর্ণ সিংহ গ্রোভার। আপাতত মিয়ামির নীল সমুদ্রের জলে পা ডুবিয়েই ছুটি কাটাচ্ছেন তারকা দম্পতি।