Advertisement
২৩ জুন ২০২৪
bipasha basu

Bipasha Basu: সাদা শার্টের আড়ালে স্ফীতোদর, আগলে কর্ণ, মা হওয়ার সুখবর দিলেন বিপাশা

অনেক দিন ধরেই ছিল গুঞ্জন। অবশেষে জল্পনার অবসান। মা হতে চলেছেন বিপাশা, বাবা কর্ণ।

নতুন ইনিংস শুরু করতে চলেছেন বিপাশা, কর্ণ

নতুন ইনিংস শুরু করতে চলেছেন বিপাশা, কর্ণ

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২২ ১৩:১৫
Share: Save:

সব জল্পনার অবসান। মা হতে চলেছেন বিপাশা বসু আর বাবা কর্ণ সিংহ গ্রোভার। অনেক দিন ধরেই ছিল গুঞ্জন। যদিও এত দিন এই নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন বিপাশা-কর্ণ দু’জনেই। সপ্তাহের শুরুতেই সুখবর শোনালেন তাঁরা।

সাদা শার্টের আড়ালে উঁকি দিচ্ছে বিপাশার স্ফীতোদর। আর যত্ন সহকারে হাত দিয়ে আগলে হবু বাবা কর্ণ। এই মিষ্টি ছবি নেটমাধ্যমে ভাগ করে নিয়েছেন নায়িকা। এই ছবি ভাগ করে বিপাশা লেখেন, ‘নতুন সময়, নতুন পর্ব, নতুন আলো আসতে চলেছে আমাদের জীবনে। প্রথমে যে যার নিজের জীবন শুরু করি একা, সেই চলার পথে একে অপরের সঙ্গে দেখা। সেই শুরু এক থেকে দুইয়ের পথ চলা। আামদের এই ভালাবাসার যাত্রায় যোগ হতে চলেছে আরও এক নাম। আশীর্বাদ করুন আমাদের।’

সোনম কপূর, আলিয়া ভট্টর তালিকায় যুক্ত হল আরও এক নাম। এই মুহূর্তে কপূর এবং ভট্ট দুই পরিবারই নতুন অতিথির অপেক্ষায় দিন গুনছে। সেই তালিকায় এবার বিপাশা আর কর্ণ। আর অপেক্ষা মাত্র কয়েক মাসের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bipasha basu Karan Singh Grover Alia Bhatt
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE