গত প্রায় আড়াই দশক ধরে বলিউডে রাজত্ব করছেন তিন খান- শাহরুখ, আমির, সলমন। এখনও এংরাই বলিউডের সেরা তিন আইকন। বক্স অফিস জয়ের সেরা তিন তুরুপের তাস। ছবিতে তাঁদের উপস্থিতি মানেই সুপার হিট। তিন খানের এক খানের সঙ্গে কাজ করতে পারাটাই বলিউডের অনেক অভিনেতা, অভিনেত্রীর কাছে স্বপ্ন। কিন্তু তিন খানেরই নায়িকা হয়েছেন যাঁরা, তাঁদের শুধু খান সান্নিধ্যে কপাল খুলেছে এমন বলাটা বাড়াবাড়ি! বরং এঁরা অধিকাংশ নিজের আলোতেই আলোকিত হয়েছেন বলিউডে। সেই নায়িকাদের কথা জেনে নেওয়া যাক, যাঁরা নায়িকা হয়ে জুটি বেঁধেছেন নায়ক শাহরুখ, নায়ক আমির, নায়ক সলমনের সঙ্গে।
আরও দেখুন...
শাহরুখের পরের ৫ ছবির কথা জানেন না? জেনে নিন