Advertisement
২০ এপ্রিল ২০২৪
Bollywood

বয়কটের ডাক

লাদাখে চিনা আগ্রাসনের জবাবেই #বয়কটচাইনিজ়প্রোডাক্ট এবং #বয়কটচিন প্রচারে নেমেছে বলিউড

মিলিন্দ- আয়ুষ্মান- আরশাদ

মিলিন্দ- আয়ুষ্মান- আরশাদ

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০১ জুন ২০২০ ০১:২৮
Share: Save:

চিনের তৈরি দ্রব্য বয়কটের ডাক দিল বলিউড। ‘থ্রি ইডিয়টস’-এ আমির খানের চরিত্রটি যাঁকে কেন্দ্র করে তৈরি হয়েছিল, সেই সোনম ওয়াংচুক সবার প্রথম এই বয়কটের ডাক দেন। তাতে সাড়া দিয়ে মিলিন্দ সোমন টিকটক অ্যাপ ডিলিট করেন। মিলিন্দের দেখাদেখি এগিয়ে আসেন বলিউডের অনেক তারকাই।

লাদাখে চিনা আগ্রাসনের জবাবেই #বয়কটচাইনিজ়প্রোডাক্ট এবং #বয়কটচিন প্রচারে নেমেছে বলিউড। মিলিন্দ তার টুইটার হ্যান্ডেলে জানিয়েছেন, ‘‘টিকটক আমি বর্জন করলাম।’’ এর পরই আরশাদ ওয়ারসিও লেখেন, ‘‘আমি সচেতন ভাবেই চিনের তৈরি কোনও দ্রব্য আর ব্যবহার করছি না। আসলে আমরা এখন যা কিছু ব্যবহার করি, তার বেশির ভাগ চিনের তৈরি। তবে খুব শীঘ্রই চিনের সবটা বর্জন করতে পারব।’’ টিভি অভিনেত্রী কাম্যা পঞ্জাবি জানিয়েছেন, ‘‘চিনের যাবতীয় দ্রব্যের ব্যবহার সকলে বন্ধ করুন।’’ আয়ুষ্মান খুরানা, রণবীর শোরে, ‘ড্রিম গার্ল’-এর পরিচালক রাজ শান্ডিল্য, প্রত্যেকেই এই বয়কটের ডাকে সাড়া দিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bollywood Chinese Product Tiktok
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE