Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৩ অক্টোবর ২০২১ ই-পেপার

বিনোদন

ব্রেকআপের পরও বন্ধুত্ব অটুট থেকেছে এই তারকাদের, কাজও করছেন একসঙ্গে

নিজস্ব প্রতিবেদন
২৪ অক্টোবর ২০১৯ ১৬:২৬
ব্রেকআপ হলে একদিকে যেমন তিক্ততা দেখেছে বলিউড, তেমন অন্যদিকে সম্পূর্ণ অন্য একটা সম্পর্ক গড়ে উঠতেও দেখেছে। বন্ধুত্বের সম্পর্ক। ব্রেকআপের পর একে অপরের প্রতি তিক্ততা না দেখিয়ে বরং আরও গভীর বন্ধুত্ব তৈরি হয়েছে তাঁদের মধ্যে, এমন ঘটনারও সাক্ষী থেকেছে বলিউড।

গ্যালারিতে রইল এমন কয়েকটি জুটি, যাঁরা ব্রেকআপের পরও একে অপরের সঙ্গে স্বচ্ছন্দ্যে কাজ করে চলেছেন ফিল্মে, একজনের উন্নতিতে অপরজন খুশিও হন।
Advertisement
ব্রেকআপের আগে দীর্ঘ ৫ বছরের সম্পর্ক ছিল শাহিদ-করিনার. তারপর তাঁরা একসঙ্গে ‘উড়তা পঞ্জাব’-এ অভিনয় করেছিলেন। বর্তমানে তাঁদের সম্পর্কও ভীষণ ভাল। শাহিদ কপূরের বিয়ের আগে সংবাদমাধ্যম করিনা কপূরকে জিজ্ঞাসা করেছিল যে, তাঁর কেমন অনুভূতি হচ্ছে?

উত্তরে করিনা কপূর জানিয়েছিলেন, শাহিদ তাঁর ভাল বন্ধু এবং বিয়ের খবর সংবাদমাধ্যমের অনেক আগেই তিনি জানতেন। শাহিদই তাঁকে জানিয়েছিলেন। তিনি ভীষণ খুশি এবং শাহিদ-মীরাকে শুভেচ্ছাও জানিয়েছেন।
Advertisement
শাহরুখ খানের বিপরীতে অনুষ্কা শর্মা প্রথম অভিনয় করেছিলেন। তারপর রণবীর সিংহের বিপরীতে ‘ব্যান্ড বাজা বরাত’-এ অভিনয় করে দর্শকদের নজরে আসেন তিনি। সেই ফিল্মের পর থেকেই তাঁরা ডেট করতে শুরু করেন বলে শোনা যায়। তবে দু’জনে কোনওদিনই প্রকাশ্যে ডেট করার কথা স্বীকার করেননি।

খুব বেশি দিন তাঁদের সম্পর্ক টেকেনি। এর পর বিরাটকে ডেট করতে শুরু করেন অনুষ্কা, আর রণবীর ডেট করতে শুরু করেন দীপিকাকে। পরে তাঁরা বিয়েও করেন। রণবীর-অনুষ্কার মধ্যে কোনও তিক্ততা নেই, বরং তাঁরা একে অপরের ভাল বন্ধু এবং একে অপরের প্রশংসক।

বলিউডে ক্যাটরিনা কইফের গডফাদার সলমন খান। দীর্ঘ ৫ বছর তাঁরা ডেট করেন। তবে এর পর তাঁদের সম্পর্ক ভেঙে যায়। ঐশ্বর্যের সঙ্গে সলমনের সম্পর্ক ভাঙার পর যে তিক্ততা দেখেছিল বলিউড. ক্যাটরিনার সঙ্গে তা হয়নি।

বরং দু’জনকে একে অপরকে ভাল বন্ধু হিসাবেই মেনে এসেছেন। ব্রেক আপের পর ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’- এই দুটো ফিল্মে দু’জনে একসঙ্গে অভিনয় করেছেন। সলমনের প্রসঙ্গে ক্যাটরিনা বলেছিলেন, “আমি ব্যক্তিগত ভাবে মনে করি সলমন আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। ওর উপদেশ আমাকে খুব সাহায্য করে।”

ডেট করার কথা অনেক পরে স্বীকার করেছেন আলিয়া-রণবীর। কিন্তু তার আগে দীপিকা পাডুকোনের সঙ্গে ডেট করতেন রণবীর কপূর। ডেট করেছেন ক্যাটরিনা কইফের সঙ্গেও।

দীপিকা বা ক্যাটরিনা দু’জনের সঙ্গেই ব্রেক আপ হয়েছে রণবীরের। কিন্তু বর্তমানে দীপিকা বা ক্যাটরিনা দু’জনেই রণবীরের খুব ভাল বন্ধু।

ব্রেক আপের পর দীপিকার সঙ্গে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ফিল্মে অভিনয় করেছেন। প্রচুর বিজ্ঞাপনেও তাঁদের একসঙ্গে দেখা যায়। দীপিকার সন্তানদের সঙ্গে খেলার ইচ্ছার কথাও প্রকাশ্যে জানিয়েছেন রণবীর কপূর।

২০১৬ সালে ক্যাটরিনার সঙ্গে ব্রেক আপ হয় রণবীর কপূরের। তারপর তাঁদের অনস্ক্রিন দেখা গিয়েছিল ‘জগ্গা জাসুস’ ছবিতে। শুধু রণবীর কপূরের সঙ্গেই নয়, আলিয়া ভট্টের সঙ্গেও ভীষণ ভাল বন্ধুত্ব ক্যাটরিনার।