তাঁর পেশা ঠিক কী, তা নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। তবে বলিউডের তারকাদের প্রায় সকলের সঙ্গেই ওঠাবসা ওরি তথা ওরহান অবত্রামণির। সম্প্রতি ২৫২ কোটি টাকার মাদক মামলায় নাম জড়িয়েছে বলিউডের তথাকথিত নেটপ্রভাবীর। মুম্বই পুলিশ তাঁকে তলবও করেছে। এই বিতর্কের মাঝেই ওরিকে দেখা গেল মুম্বইয়ের এক অনুষ্ঠানে।
বুধবার রাতেই মুম্বই শহরে ছিল আমেরিকার পপতারকা ট্রাভিস স্কটের অনুষ্ঠান। বলিউডের তারকাদের সেই ভাবে দেখা যায়নি অনুষ্ঠানে। কিন্তু ছবিশিকারিদের ক্যামেরায় ধরা পড়েছেন ওরি। পরনে ডেনিম প্যান্ট আর হাতকাটা গেঞ্জি আর মাথায় হলুদ রোদচশমা। এই বেশে ওরিকে দেখা যায় এই দিন। তাঁকে ঘিরে ছিলেন তাঁর দেহরক্ষীরা। ওরির বেশ কিছু ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। দেখা যায়, আনন্দে নাচছেন ওরি।
মাদক বিতর্কের মধ্যে ওরিকে এই ভাবে দেখে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। নিন্দকদের দাবি, “ওরির মাদকযোগ রয়েছে বলেই নিজের পেশা নিয়ে কখনও স্পষ্ট করে কথা বলেন না।” আর এক নিন্দকের কথায়, “ওরির মজা ও মশকরার পিছনে লুকিয়ে রয়েছে এক অপরাধজগৎ।”
আরও পড়ুন:
সম্প্রতি অভিযোগ ওঠে, দাউদ ইব্রাহিম আয়োজিত মাদক পার্টিতে উপস্থিত ছিলেন ওরি। নোরা ফতেহি-সহ বলিউডের আরও কয়েক জন তারকার নামও উঠে আসে। এর পরেই বুধবার ২৫২ কোটি টাকার মাদক মামলায় নাম জড়ায় ওরির। এমনকি, তিনি নিজেও মাদক সেবন করেন বলে শোনা গিয়েছে।
২৫২ কোটি টাকার মামলায় ওরিকে বৃহস্পতিবার হাজিরা দিতে বলা হয়েছে মুম্বই পুলিশের তরফ থেকে। কিন্তু তিনি সময় চেয়ে নিয়ে জানিয়েছেন, এই মুহূর্তে তিনি বিদেশে রয়েছেন। অথচ, বুধবার রাতের অনুষ্ঠানেই তাঁকে দেখা গিয়েছে। স্বাভাবিক কারণেই বিতর্ক ঘনীভূত হচ্ছে। এই তদন্তে আরও জানা যাচ্ছে, দাউদের বোনঝি আলিশা পার্কারের সঙ্গেও নাকি ঘনিষ্ঠতা রয়েছে তাঁর।