চিনতে পারছেন? না পারারই কথা। সেই ছোট্ট মিষ্টি কৃশ এখন হ্যান্ডসাম হাঙ্ক। কর্ণ জোহরের ‘মাল্টিস্টারার’ ছবি ‘কভি খুশি কভি গম’-এ শাহরুখের ছেলে কৃশ। ১৯ বছর পেরিয়ে গিয়েছে এর পর। এতগুলো বছর পর কৃশকে দেখে সকলেই যে চমকে যাবেন, তাতে আর আশ্চর্য কী।
আসল নাম জিবরান খান। তাঁর বাবা ফিরোজ খান। যিনি ‘অর্জুন’ নামেই বিখ্যাত। বিআর চোপড়া পরিচালিত ‘মহাভারত’ ধারাবাহিকে তিনি অর্জুনের চরিত্রে অভিনয় করতেন। এমনই বিখ্যাত হয়ে গিয়েছিলেন যে কাজের জায়গাতেও নিজের নাম বদলে ‘অর্জুন’ করে দেন তিনি।
একটি বিশেষ দৃশ্যের জন্য বলিউড দর্শকের কাছে ছোট্ট কৃশ বেশ জনপ্রিয়তা পেয়েছিল। স্কুলের স্টেজে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাওয়ার দৃশ্য। কৃশের সঙ্গে গলা মিলিয়ে ‘জন গণ মন’ গাইতে গাইতে উঠে দাঁড়ান কাজল, শাহরুখ, হৃতিক, করিনা। হাততালি দিয়ে ওঠেন শ্বেতাঙ্গরা। এমনকি তাঁরা দাঁড়িয়েও ওঠেন।