বয়স ৬৬-এর কোঠায়। মাকসুদ মাহমুদ আলি ওরফে লাকি আলি বলিউডের সঙ্গীতশিল্পী ও অভিনেতা। ‘কহো না প্যার হ্যায়’ ছবিতে ‘এক পল কা জিনা’ গানটি তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়। সঙ্গে ছিল হৃতিক রোশনের নাচ। তবে শুধু এই গান নয়, আরও অনেক গানেই দর্শক-শ্রোতাদের মাতিয়ে রেখেছেন লাকি। সম্প্রতি ‘কহো না প্যার হ্যায়’ ছবিমুক্তির ২৫ বছর পূর্ণ হল। একটি অনুষ্ঠানে সঙ্গীতশিল্পীকে জিজ্ঞেস করা হয় তাঁর স্বপ্ন কী? জবাবে তিনি জানান, ফের বিয়ের বাসনা রয়েছে তাঁর। তিনি বলেন, “আমার স্বপ্ন যে, আমি আবার বিয়ে করব।” তাতেই চক্ষু চড়কগাছ অনুরাগীদের একাংশের। কেন?
প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই তিনখানা বিয়ে সেরে ফেলেছেন। এর পর চতুর্থ বার বিয়ের জন্য আগ্রহী তিনি। প্রাক্তন স্ত্রীরা প্রত্যেকেই বিদেশিনি। ১৯৯৬ সালে প্রথম বিয়ে— অস্ট্রেলীয় সুন্দরী মেঘন জেন ম্যাকলেরির সঙ্গে বিয়ে সারেন। বছর কয়েক সংসার করার পর পথ আলাদা হয় দু’জনের। এর পর ২০০০ সালে পার্সি মহিলা আনাহিতার সঙ্গে ঘর বাঁধেন। এই বিয়েও বেশি দিন টেকেনি। বিবাহবিচ্ছেদ হয় জুটির। তার পর এক মডেল, কেট এলিজাবেথ হালামের সঙ্গে সম্পর্কের সূচনা। ক্রমে ২০১০ সালে বিয়ে সারেন তাঁরা। কিন্তু সাত বছর যেতে না যেতেই দাম্পত্যে দাঁড়ি পড়েছে।