Advertisement
E-Paper

প্রথম সন্তানের জন্ম দেবেন শীঘ্রই, নবরাত্রির অষ্টমীতে এ সব কী খাচ্ছেন কিয়ারা আডবাণী!

অন্তঃসত্ত্বা কিয়ারা এই মুহূর্তে নিশ্চয়ই রয়েছেন বিশেষ যত্নে। এরই মধ্যে কিয়ারা ভাগ করে নিলেন তাঁর খাবারের থালার ছবি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৫ ১৬:৩৭
Image of Kiara Advani

শ্রীঘ্রই মা হতে চলেছেন কিয়ারা আডবাণী। ছবি: সংগৃহীত।

নবরাত্রির উদ্‌যাপন চলছে উত্তর ভারত-সহ দেশের নানা অংশে। শনিবার বাংলায়ও পালিত হচ্ছে অন্নপূর্ণা পুজো। চলছে গাজনের প্রস্তুতি। মুম্বইয়ে নবরাত্রির অষ্টমী তিথিটি বিশেষ ভাবে পালন করলেন অভিনেত্রী কিয়ারা আডবাণী। সমাজমাধ্যমে নিজের খাওয়াদাওয়ার ছবি ভাগ করে তিনি জানালেন ভালবাসার কথা।

গত ফেব্রুয়ারি মাসে এই সমাজমাধ্যমেই কিয়ারা ও তাঁর স্বামী অভিনেতা সিদ্ধার্থ মলহোত্র ঘোষণা করেছিলেন সন্তান আগমনের কথা। বলেছিলেন, “আমাদের জীবনে ঈশ্বরের সেরা উপহারটি শীঘ্রই আসছে।”

Bollywood’s mom to be Kiara advani feasts on delicious plater on the auspicious eighth day of Navratri

এটুকু প্রসাদই গ্রহণ করেছেন কিয়ারা। ছবি: সংগৃহীত।

অন্তঃসত্ত্বা কিয়ারা এই মুহূর্তে নিশ্চয়ই রয়েছেন বিশেষ যত্নে। খুব কম ক্যামেরায় ধরা দিচ্ছেন তাঁরা। তবে মাঝেমাঝে তারকা দম্পতিকে দেখাও যাচ্ছে এ দিক-সে দিক। সম্প্রতি যেমন তাঁদের দেখা গিয়েছে মুম্বইয়ে। মনে করা হচ্ছে সন্তান আগমনের আগেই নতুন বাসস্থানের খোঁজ করছেন তাঁরা।

এরই মধ্যে কিয়ারা ভাগ করে নিলেন তাঁর খাবারের থালার ছবি। সেখানে দেখা যাচ্ছে দু’টি লুচি, একটু ছোলা এবং বাদাম দেওয়া এক বাটি হালুয়া। আসলে নিজের বাড়িতেই নবরাত্রির প্রসাদ গ্রহণ করছেন হবু মা। ইনস্টা স্টোরিতে এই ছবি ভাগ করেছেন কিয়ারা, সঙ্গে হাতজোড় করা একটি ইমোজির সঙ্গে ভালবাসার দু’টি ইমোজিও দিয়েছেন। বুঝতে অসুবিধা হয় না, এই সময় ভাল-মন্দ খেতে কিয়ারার দারুণ লাগছে। ডায়েটের মাপা খাবারের পাশাপাশি সামান্য প্রসাদ গ্রহণ করছেন অভিনেত্রী।

Bollywood Star Auspicious Days
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy