বলিউডের অন্যতম চর্চিত সম্পর্ক প্রযোজক বনি কপূর ও অভিনেত্রী শ্রীদেবীর। কাজের ক্ষেত্রে সফল বনি তাঁর প্রথম স্ত্রীকে নিয়ে খুব একটা কথা বলেন না। শোনা যায়, বাবা দ্বিতীয় বিয়ে করার পর মুখ ফিরিয়েছিলেন তাঁর প্রথম পক্ষের ছেলে অর্জুন কপূরও। সম্প্রতি এক সাক্ষাৎকারে দুই বিয়ে নিয়েই মুখ খোলেন বনি।
১৯৮৩ সালে মোনা শৌরী কপূরের সঙ্গে বিয়ে হয় বনির। এর পর, ১৯৯৬ সালে শ্রীদেবীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন বনি। প্রযোজক বলেন, “আমি আমার প্রথম স্ত্রীকে সব জানাই। ওঁর কাছে স্বীকার করেছিলাম সবটা। আমি যে আংটিটা পরে আছি, আর যেটা শ্রীদেবী পরে থাকত, দুটোই মোনা কিনে এনেছিল। ও বাচ্চাদের বড় করেছে নিজের হাতে। কিন্তু, আমার বিরুদ্ধে কারও মনে ঘৃণা তৈরি হতে দেয়নি।”
দ্বিতীয় বিয়ের পর দুই দিক সামলাতে গিয়ে মানসিক টানাপড়েনের মধ্যে দিয়ে গিয়েছিলেন বনি, স্বীকার করে নেন নিজেই। বিশেষ করে শ্রীদেবীর মা-বাবা মারা যাওয়ার পর, স্ত্রীকে একা ছেড়ে যাওয়ার মতো অবস্থা ছিল না তাঁর। কিন্তু, অন্য দিকে প্রযোজকের দুই সন্তান, অর্জুন ও অংশুলা তাঁর অপেক্ষায় থাকতেন। বনি বলেন, “একদিন অর্জুনের থেকে একটা চিঠি পেলাম। জিজ্ঞাসা করেছে, ‘তুমি বাড়ি আসো না কেন?’ খুব কষ্ট হত। কিন্তু, কী করতাম? আমি বিভক্ত হয়ে গিয়েছিলাম। এক দিকে আমার স্ত্রী (শ্রীদেবী) আর অন্য দিকে আমার বাচ্চারা। স্ত্রীকে একা ছেড়ে যাওয়া সম্ভব ছিল না।” অর্জুন ও অংশুলার সঙ্গে তাঁদের মা, দাদু-দিদা থাকা সত্ত্বেও বাবার চলে যাওয়ার গভীর প্রভাব পড়েছিল, জানান বনি। তবে প্রত্যেক পরিস্থিতিকে শক্ত হাতে, বুদ্ধির সঙ্গে সামলে দেওয়ার জন্য বার বার প্রথম স্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।
আরও পড়ুন:
এখন অবশ্য কপূর পরিবারের সমীকরণ বদলেছে। ২০১৮ সালে শ্রীদেবীর আকস্মিক মৃত্যুর পর ধীরে ধীরে বনির দুই পক্ষের মোট চার সন্তান একে অপরের পাশে থেকেছেন শক্ত খুঁটির মতো। অর্জুন, অংশুলা, জাহ্নবী ও খুশিকে একসঙ্গে বহু বার দেখা গিয়েছে। বড় দাদার মতো তিন বোনকে সামলে চলেছেন অর্জুন।