একদিকে অজয়-কাজলের কামব্যাক ছবি ‘তানাজি’, অন্যদিকে ‘বিতর্কিত’ ছবি মেঘনা গুলজার পরিচালিত, দীপিকা পাড়ুকোন অভিনীত ‘ছপাক’...মঙ্গলবার সন্ধ্যের আগে অবধি যদিও ‘ছপাক’-এর আগে বিতর্ক শব্দটি জুড়ে বসেনি। মঙ্গলবার আচমকাই দীপিকার জেএনইউ যাওয়া এবং ঐশীর সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে পড়ুয়াদের ‘পাশে আছি’ বার্তা...চিত্রটা বদলে দিয়েছিল রাতারাতি। তারপরের ঘটনাটা সোশ্যাল মিডিয়ার দৌলতে মোটামুটি সকলেরই জানা। #বয়কট দীপিকা এবং #বয়কট ছপাক-এ তখন ফেসবুক, টুইটারের দেয়াল ছয়লাপ। পাল্টা ট্রেন্ড ওঠে #আইসাপোর্টদীপিকা।
সিনেমায় রাজনীতির রং লাগতেই চিন্তার ভাঁজ পড়েছিল দীপিকা অনুরাগীদের মনে। প্রশ্ন উঠছিল, তবে কি বক্স অফিসে এর খেসারত দিতে হবে দীপিকাকে? গতকাল মুক্তি পেয়েছে ‘ছপাক’ এবং ‘তানাজি’। প্রথম দিনের নিরিখে এগিয়ে রইল কোন ছবি? জেএনইউ যাওয়ার মাসুল কি গুনতে হল দীপিকাকে? দেখে নেওয়া যাক হিসেব-নিকেশ।
ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ বলছেন, প্রথম দিনের শেষে তানাজির ঝুলিতে এসেছে ১৫ কোটি ১০ লক্ষ টাকা, যা নেহাতই সামান্য নয়। অন্যদিকে ছপাকের ঝুলিতে এসেছে ছয় কোটি টাকা। যদিও আর একটি সূত্র বলছে সংখ্যাটি ছয় কোটি নয়, সাত-সাড়ে সাত কোটির কাছাকাছি। পাচ-ছয়-সাত যাই না কেন হোক প্রথম দিনে বক্স অফিসে কিন্তু তানাজির দিকেই পাল্লা ভারী।