Advertisement
E-Paper

বক্স অফিস কালেকশনে কে বেশি এগিয়ে?

ভারতে এই দু’টি ছবির বক্স অফিস কালেকশন নিয়ে টুইট করেছেন ট্রেড অ্যানালিস্ট তরণআদর্শ। তাঁর টুইটের তথ্য অনুযায়ী আমিরকে কিন্তু ছাপিয়ে গিয়েছেন অজয়।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৭ ১৮:০১
গোলমাল এগেন বনাম সিক্রেট সুপারস্টার

গোলমাল এগেন বনাম সিক্রেট সুপারস্টার

দেওয়ালির সপ্তাহে একই সঙ্গে মুক্তি পেয়েছে আমির খান ও অজয় দেবগণের ছবি। আমিরের ‘সিক্রেট সুপারস্টার’ মুক্তি পেয়েছে ১৯ অক্টোবর। পরদিন মুক্তি পেয়েছে অজয়ের ‘গোলমাল এগেন’। এক দিকে ‘দঙ্গল’খ্যাত জাইরা ওয়াসিমের অসাধারণ অভিনয়, অন্যদিকে অজয়ের নতুন ছবিতে ভরপুর কমেডি। দেওয়ালির মরসুমে দু’টি ছবিই কিন্তু বেশ ভাল ব্যবসা শুরু করেছে।

আরও পড়ুন, সিক্রেট সুপারস্টার: আমির মানেই ফ্রেশ কিছু, আবারও

আরও পড়ুন, উইকএন্ড পর(দা)চর্চা

ভারতে এই দু’টি ছবির বক্স অফিস কালেকশন নিয়ে টুইট করেছেন ট্রেড অ্যানালিস্ট তরণআদর্শ। তাঁর টুইটের তথ্য অনুযায়ী আমিরকে কিন্তু ছাপিয়ে গিয়েছেন অজয়।

মুক্তির এই ক’দিনের মধ্যেইহিসেব কিন্তু বলছে, বক্স অফিসে অনেকটা এগিয়ে অজয় দেবগণের ‘গোলমান এগেন’। চার দিনে ‘সিক্রেট সুপারস্টার’-এ মোট কালেকশন ২২.৭৫ কোটি টাকা। অন্যদিকে, তিন দিনেই অজয়ের ছবির কালেকশন ৮৭.৬০ কোটি টাকা। মোট কালেকশনের নিরিখে অনেকটাই ‘অ্যাডভান্টেজ’-এ রয়েছে অজয়ের ছবি।

সবে এক উইকেন্ড কেটেছে। আর তাতেই অজয় ছাপিয়ে গিয়েছেন আমিরকে। আগামী দিনে আমিরের ‘সুপারস্টার’ কি ‘গোলমাল’-কে পিছনে ফেলতে পারবে?

উত্তর অবশ্য সময়ের অপেক্ষা।

Secret Superstar Golmaal Again Aamir Khan Zaira Wasim Ajay Devgn Parineeti Chopra Film Actress Film Actor Celebrities আমির খান অজয় দেবগণ Box Office Collection
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy