Advertisement
E-Paper

‘প্রিটি গার্লস’ ব্রিটনি ও ইগি-র অপেক্ষায় ভেগাস

‘প্রিন্সেস অফ পপ’ ব্রিটনি স্পিয়ার্স এ বার জুটি বেঁধেছেন অস্ট্রেলীয় র‌্যাপ গায়িকা ইগি অ্যাজালিয়ার সঙ্গে। সেই একরত্তি মেয়েবেলায় গান-মহলে পা রেখেছিলেন। কিশোরী বয়সেই ‘সোলো আর্টিস্ট’ হিসেবে ‘বেস্ট সেলিং’ অ্যালবামের পালক মুকুটে যোগ করেন তিনি। ব্রিটনির ‘বেবি ওয়ান মোর টাইম’ এবং ‘উপস্ আই ডিড ইট এগেন’ গান দু’টি আন্তর্জাতিক বাজারে সমস্ত রেকর্ড ছাপিয়ে যায়।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ মে ২০১৫ ১৬:৫৯

‘প্রিন্সেস অফ পপ’ ব্রিটনি স্পিয়ার্স এ বার জুটি বেঁধেছেন অস্ট্রেলীয় র‌্যাপ গায়িকা ইগি অ্যাজালিয়ার সঙ্গে। সেই একরত্তি মেয়েবেলায় গান-মহলে পা রেখেছিলেন। কিশোরী বয়সেই ‘সোলো আর্টিস্ট’ হিসেবে ‘বেস্ট সেলিং’ অ্যালবামের পালক মুকুটে যোগ করেন তিনি। ব্রিটনির ‘বেবি ওয়ান মোর টাইম’ এবং ‘উপস্ আই ডিড ইট এগেন’ গান দু’টি আন্তর্জাতিক বাজারে সমস্ত রেকর্ড ছাপিয়ে যায়। গ্র্যামি, এমটিভি ভিডিও মিউজিক, বিলবোর্ড মিউজিক-সহ হরেক পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে।

শুধু গানই নয়, ম্যাডোনা ও জ্যানেট জ্যাকসনের মতো ‘অল রাউন্ডার’ পারফর্মারদের ভক্ত ব্রিটনি নাচের মঞ্চেও সুপারহিট। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন অ্যালবাম ‘প্রিটি গার্লস’। ব্রিটনির সঙ্গে রয়েছেন সুন্দরী মডেল ইগি অ্যাজালিয়া। ইগি নিজেও গান লেখায় সিদ্ধহস্ত। চলতি মাসের ১৭ তারিখে লাস ভেগাসে অনুষ্ঠিত হবে এ বছরের ‘বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড’। ওই অনুষ্ঠানেই প্রথম বার একত্রে দেখা যাবে ‘প্রিটি গার্ল’-দের।

Britney Spears Iggy Azalea Pretty Girls Baby One More Time Did It Again Grammy MTV Billboard Award singer pop
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy