Advertisement
E-Paper

এই স্টার কিডকে আপনি চেনেন?

আপনার প্রথম ক্লু, এই শিশু এক স্টার কিড। দ্বিতীয় ক্লু, এই শিশুর বাবা ফিল্মি দুনিয়া এবং রাজনীতি— দুই জগতেই জনপ্রিয়। আন্দাজ করতে পারছেন, এই শিশুর বাবা কে?

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৮ ১৪:৫৬
আন্দাজ করতে পারছেন কে এই শিশু? — টুইটারের সৌজন্যে।

আন্দাজ করতে পারছেন কে এই শিশু? — টুইটারের সৌজন্যে।

না! ক্যামেরা লুক নয়। বরং নিজের মনে খেলতে ব্যস্ত সে। অথচ এই শিশুর ছবিই এখন সোশ্যাল অডিয়েন্সের পছন্দের তালিকায়। কে এই শিশু, চেনেন?

আপনার প্রথম ক্লু, এই শিশু এক স্টার কিড। দ্বিতীয় ক্লু, এই শিশুর বাবা ফিল্মি দুনিয়া এবং রাজনীতি— দুই জগতেই জনপ্রিয়। আন্দাজ করতে পারছেন, এই শিশুর বাবা কে?

আসলে এটি গায়ক তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র মেয়ে নয়নার ছবি। শুক্রবার বাবুল নিজেই টুইটারে শেয়ার করেছেন এই ছবি।

বাবুল লিখেছেন, ‘আমার মতো সাধারণ মানুষ কখনও সুপারহিরো, কখনও অ্যাডভেঞ্চার করছে, কখনও গল্প বলছে, কখনও বা কবি— সবটাই নির্ভর করে মেয়ের মর্জির ওপর। পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম কাটালে আমি চাঙ্গা হয়ে যাই। এই সুযোগ কখনও হাতছাড়া করতে চাই না...।’

আরও পড়ুন, কৃষ্ণের সাজে এই টলি অভিনেতাকে চেনেন?

আসলে মেয়ের সঙ্গে সময় কাটানো মানে কোথাও মন ভাল হয়ে যাওয়া। রাজনীতি, গান, অভিনয়ের মাঝে তাই যেটুকু সময় মেলে এই একরত্তির সঙ্গে কাটান বাবুল।১২ অগস্ট, ২০১৭-এ বাবুলের স্ত্রী রচনা শর্মা নয়নার জন্ম দেন। সে দিন দ্বিতীয় বারের জন্য বাবা হয়েছিলেন বাবুল। তাঁর প্রথম পক্ষের এক মেয়ে রয়েছে, শর্মিলি।

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

Babul Supriyo Bollywood Indian playback singer Minister বাবুল সুপ্রিয় Celebrities Star Kid Twitter
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy