জন্মদিন প্রত্যেকের জীবনে স্পেশ্যাল। ব্যতিক্রম নন অভিনেত্রী অনুরাধা মুখোপাধ্যায়। এই বাঙালি অভিনেত্রীর গত সাড়ে তিন বছর ধরে ঠিকানা মুম্বই। চলতি বছরের জন্মদিনটা সেখানেই সেলিব্রেট করছেন নায়িকা।
“বন্ধুরা পার্টি অ্যারেঞ্জ করেছিল গতকাল রাতে। আমি ফিরেছি ভোরবেলা। ঘুম থেকে উঠতে দুপুর হয়ে গেল। একটু পরে আবার বেরব বন্ধুদের সঙ্গে’’ মুম্বই থেকে ফোনে বললেন বার্থ ডে গার্ল অনুরাধা।
টালিগঞ্জের বাড়িতে একটা সময় যৌথ পরিবারে খুব ঘটা করে জন্মদিন পালন হত অনুরাধার। যে কোনও বাঙালি পরিবারের মতোই পায়েস তৈরি করতেন অনুরাধার মা। কিন্তু সাত বছর আগে মা চলে যাওয়ার পর সেই রুটিন পাল্টেছে। যৌথ পরিবার ভেঙে এখন প্রায় সকলেই ছোট ছোট পরিবারের সদস্য। তাই সেই জন্মদিনগুলো মিস করেন অভিনেত্রী। মন খারাপ হয় মায়ের জন্যও।
আরও পড়ুন, ঋতব্রত-সৌরসেনী কি এই জেনারেশনের অপু-দুর্গা?
এ বছর অনুরাধার বাবা রয়েছেন কলকাতায়। জন্মদিনে দেখা হল না বটে। তবে খুব তাড়াতাড়ি শিলাদিত্য মৌলিকের আসন্ন ছবি ‘সোয়েটার’-এর ডাবিংয়ের কাজ নিয়ে কলকাতায় ফিরছেন তিনি।
(সেলেব্রিটি ইন্টারভিউ, সেলেব্রিটিদের লাভস্টোরি, তারকাদের বিয়ে, তারকাদের জন্মদিন থেকে স্টার কিডসদের খবর - সমস্ত সেলেব্রিটি গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)