Advertisement
E-Paper

বীরের সঙ্গে বিচ্ছেদে সিলমোহর দিলেন তারা! জীবনে কি কোনও বদল এল তাঁর?

একসময়ে হাতে হাত রেখে বিভিন্ন অনুষ্ঠানে যেতেন তারা ও বীর। বিশেষ করে বিমানবন্দরে প্রায়ই তাঁদের একসঙ্গে ভ্রমণ করতে দেখা যেত। কিন্তু এ বার ছন্দপতন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ ১৭:০৩
বীরের সঙ্গে বিচ্ছেদে সিলমোহর তারার!

বীরের সঙ্গে বিচ্ছেদে সিলমোহর তারার! ছবি: সংগৃহীত।

বীর পাহাড়িয়ার সঙ্গে নাকি সম্পর্ক ভেঙেছে তারা সুতারিয়ার। তবে এখনও তাঁরা সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটে রেখেছেন। কিন্তু বীরের রহস্যময় পোস্ট দেখে কিছুটা নিশ্চিত হয়েছেন অনুরাগীরা। এ বার কি অভিনেত্রীও এই জল্পনায় সিলমোহর দিয়ে দিলেন?

একসময়ে হাতে হাত রেখে বিভিন্ন অনুষ্ঠানে যেতেন তারা ও বীর। বিশেষ করে বিমানবন্দরে প্রায়ই তাঁদের একসঙ্গে ভ্রমণ করতে দেখা যেত। কিন্তু এ বার ছন্দপতন। বিমানবন্দরে একা দেখা গেল তারা সুতারিয়াকে। ছবিশিকারিদের ক্যামেরায় একাই বন্দি হলেন তিনি। তবে অন্য দিনের মতো ছবিশিকারিদের সঙ্গে সেই ভাবে কথা বলেননি তিনি। এমনকি, ক্যামেরার দিকে সরাসরি তাকাননি পর্যন্ত। সামান্য হাত নেড়ে বেরিয়ে যান তিনি। এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই বলিউডপ্রেমীদের বক্তব্য, কোনও রকম প্রশ্নের সম্মুখীন হতে চাইছেন না তারা। তাই তড়িঘড়ি ক্যামেরা দেখে তিনি চলে গেলেন। এর থেকেই যেন স্পষ্ট, বীরের সঙ্গে সম্পর্কে ভাঙন ধরেছে এবং সেই সংক্রান্ত কোনও আলোচনা এড়াতে চাইছেন তিনি।

গত বছর ডিসেম্বর মাসে এক অনুষ্ঠানের খোলা মঞ্চে তারার গালে চুম্বন এঁকেছিলেন গায়ক এপি ঢিল্লোঁ। দর্শকের মধ্যে দাঁড়িয়ে দেখছিলেন বীর। সেই ঘটনাই নাকি তারা ও বীরের সম্পর্কে কাল হয়ে দাঁড়ায়। নেটাগরিকের এমনই মত। এর ঠিক ক’দিনের মাথাতেই ছড়ায় সম্পর্ক ভেঙে যাওয়ার খবর। আর এই আবহেই বীর কিছু ছবি পোস্ট করে লেখেন, “ভাল হোক কিংবা খারাপ, সময় বদলাবে নিশ্চয়ই।”

আদর জৈনের সঙ্গে বিচ্ছেদের পরে বীরের সঙ্গে তারার প্রেম শুরু হয় ২০২৫ সালের মে মাসে। প্রেমিককে নিয়ে তিনি সাক্ষাৎকারে বলেছিলেন, “আমি এই মুহূর্তে খুব সুখে আছি। আমি ভীষণ আনন্দিত, মনে হয় যেন চাঁদে রয়েছি।” এমন সম্পর্কে যে এত তাড়াতাড়ি দাঁড়ি পড়বে, তা আশা করেননি তারা ও বীরের অনুরাগীরা।

Tara Sutaria Veer Pahariya
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy