প্রথম ছবিতেই ঝড় তুলেছিলেন মহিলা অনুরাগিণীদের মনে। ২০১২ সাল। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবিতে আত্মপ্রকাশ ‘বহিরাগত’ অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রর। কিন্তু প্রথম ছবিই ধর্ম প্রযোজনা সংস্থার। তাই দর্শকের চোখে পড়েন সহজেই। তার পর কেটে গিয়েছে অনেকগুলি বছর। বর্তমানে বলিউডের সেই সুদর্শন অভিনেতা স্ত্রী-সন্তান নিয়ে সংসারও করছেন। ১৬ জানুয়ারি তাঁর ৪১ বছরের জন্মদিন। ইতিমধ্যেই তিনি কোটি কোটি টাকার সম্পত্তির মালিকও।
সিদ্ধার্থের এই সম্পত্তির মধ্যে রয়েছে সমুদ্রমুখী বাড়ি। আরব সাগর দেখা যায় সেই বাড়ি থেকে। বাড়ির অন্দরসজ্জার মধ্যেও রয়েছে সৌখিনতার ছাপ। অন্দরসজ্জা করেছেন গৌরী খান। বাড়িটি মুম্বইয়ের পালি হিল এলাকায়। এই বাড়ির অন্যতম আকর্ষণ বিরাট বারান্দা। এখানেই কাটে সিদ-কিয়ারার একান্ত সময়। এই বাড়ির দাম নাকি ৭০ কোটি টাকা।
গাড়ির সম্ভারও চোখে প়ড়ার মতো। সিদের সম্ভারে রয়েছে প্রায় ৪ কোটি টাকার রেঞ্জ রোভার, ১.৮৬ কোটি টাকার মার্সিডিজ় বেন্জ। ১৮ লক্ষ টাকার একটি হার্লে ডেভিডসন বাইকও রয়েছে সিদ্ধার্থের সম্ভারে। শোনা যায়, ‘শেরশাহ’ খ্যাত অভিনেতার সম্পত্তির পরিমাণ ১০৫ কোটি টাকা।
আরও পড়ুন:
ছবিতে অভিনয় করার জন্য ১৫ থেকে ২০ কোটি টাকা পারিশ্রমিক নেন সিদ্ধার্থ। বেশ কিছু নামী ব্র্যান্ডের মুখ সিদ্ধার্থ। সেই ব্র্যান্ডের হয়ে প্রচার করতে ২ থেকে ৩ কোটি টাকা পারিশ্রমিক নেন তিনি।
উল্লেখ্য, ‘শেরশাহ’ ছবিতে অভিনয় করার সময় থেকেই কিয়ারার সঙ্গে প্রেম শুরু সিদ্ধার্থের। বড়পর্দায় তাঁদের রসায়নে মুগ্ধ হন দর্শক। তার পরে বাস্তবেও বিয়ে করেন তাঁরা। ২০২৩ সালে বিয়ে এবং ২০২৫ সালের জুলাই মাসে সন্তানের জন্ম দেন তাঁরা।