মিল: ১) অভিনেত্রী
২) টলিউড ও বলিউডে অভিনয় করেছেন
৩) ৭ নভেম্বর জন্মদিন
অমিল: ম্যারিটাল স্টেটাস। কেউ বিবাহিতা, কেউ সিঙ্গল, কেউ বা ডিভোর্সী।
কথা হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত, রাইমা সেন ও নন্দিতা দাসকে নিয়ে। তিন অভিনেত্রীরই আজ জন্মদিন। নিজেদের মতো করে সেলিব্রেট করছেন তাঁরা। কিন্তু এই বিশেষ দিনে রাইমা ও নন্দিতাকে বেশ কিছুটা পিছনে ফেলে এগিয়ে গেলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। জিতে গেলেন নায়িকা। কিন্তু কী ভাবে? সেই রহস্যই ক্রমশ প্রকাশ্য।