করিনা কপূর ও সইফ আলি খানের ছেলে তৈমুর আজ এক বছর পূর্ণ করল। জন্মদিনের বেশ কয়েকদিন আগে থেকেই ছোটে নবাবের সব আপডেট দিয়ে চলেছেন করিশ্মা কপূর। তৈমুরের মাসি করিশ্মা এ দিনও তৈমুরের একটি বিশেষ ছবি শেয়ার করেছেন।
বিছানায় শুয়ে তৈমুরকে কোলে নেওয়া সেই ছবিটি আগেই তোলা। অন্দরমহলের সাজ দেখে বোঝা যাচ্ছে, ক্রিসমাসের জন্য সাজানো হয়েছে ঘর। করিশ্মা ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাপি বার্থডে লিটল বান্ডল অব জয়!...’। সঙ্গে শেয়ার করেছেন আরও কয়েকটি ছবি।
অন্যদিকে, কর্ণ জোহরও তৈমুরের একটি ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। ছবিতে সইফ আলি খানের কোলে বসে তৈমুরের লুক সরাসরি ক্যামেরায়। কর্ণ ছবির ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন তৈমুর! আশা করি আমার বাচ্চাদের সঙ্গ তুমি উপভোগ করো, ঠিক যেমন তোমার মা আর বাবার সঙ্গ আমার দারুণ লাগে...’।