ছোট্ট দু’টি মেয়ে, এক জনের বয়স সাত কি আট, অপর জন একেবারে খুদে। বছর সাতেকের সেই বড় দিদির কোলে নিশ্চিন্তে ঘুমাচ্ছে অন্য জন। বড় জন বেশ হাসি হাসি মুখে তাকিয়ে রয়েছে খুদের দিকে। চিনতে পারছেন এই দু’জনকে?
দু’জনেই বলিউড অভিনেত্রী এখন। দু’জনের ছবি দেখতেই দর্শকরা ভিড় জমাচ্ছেন প্রেক্ষাগৃহে। শুধু তাই নয়, এক জনের বাবা বলিউডের বিখ্যাত নায়ক। অপর জনের মা বলিউডের বিখ্যাত নায়িকা। সেই দু’জনের জুটি আবার অন্যতম হিট জুটি। একটু গুলিয়ে গেল কি?
আচ্ছা এই দু’জনের বাবা-মায়ের বিখ্যাত ছবি মিস্টার ইন্ডিয়া। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন কারা এরা। বলিউড অভিনেতা অনিল কপূরের মেয়ে সোনম কপূর। বলিউড অভিনেত্রী শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কপূর। সম্পর্কে সোনমের তুতো বোন জাহ্নবী। তাই জন্মদিনে বোনের ছোটবেলার ছবি শেয়ার করেছেন সোনম। ৬ মার্চ ২২ বছরে পা রাখলেন শ্রীদেবী কন্যা।