Advertisement
E-Paper

‘অনির্বাণ আর আমি ভাই-ভাই’

আগামী ১৪ এপ্রিল থেকে ‘হইচই’ প্ল্যাটফর্মে স্ট্রিমিং শুরু হচ্ছে ব্যোমকেশের তৃতীয় সিজনের। তার আগে আড্ডায় ‘সত্যবতী’ ঋদ্ধিমা ঘোষ। আগামী ১৪ এপ্রিল থেকে ‘হইচই’ প্ল্যাটফর্মে স্ট্রিমিং শুরু হচ্ছে ব্যোমকেশের তৃতীয় সিজনের। তার আগে আড্ডায় ‘সত্যবতী’ ঋদ্ধিমা ঘোষ।

স্বরলিপি ভট্টাচার্য

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৮ ১৬:০২
অনস্ক্রিন ব্যোমকেশ এবং সত্যবতী।

অনস্ক্রিন ব্যোমকেশ এবং সত্যবতী।

শজারুর কাঁটা

শনিবার থেকে শুরু হচ্ছে ব্যোমকেশের তৃতীয় সিজন। সায়ন্তন ঘোষালের পরিচালনায় অনির্বাণ ভট্টাচার্য এবং ঋদ্ধিমা ঘোষকে ফের ব্যোমকেশ-সত্যবতী জুটি হিসেবে দেখবেন দর্শক। দু’টি এপিসোডে দেখানো হবে এ বারের গল্প শজারুর কাঁটা।

ভাই-ভাই

ঋদ্ধিমার কথায়, ‘‘অনির্বাণ আমার অনেক দিনের বন্ধু। আমরা একে অপরকে ভাইয়ের মতো ট্রিট করি। ও তো আমাকে মেয়ে হিসেবে দেখেই না।’’ তিনি জানালেন, অনির্বাণের সঙ্গে তাঁর কেমিস্ট্রি দর্শকদের ভাল লেগেছে। তিনি পজিটিভ ফিডব্যাক পেয়েছেন।

মিসিং গৌরব?

অফস্ক্রিন কাপল গৌরব-ঋদ্ধিমাকে এর আগে ব্যোমকেশ-সত্যবতী রূপে টিভির পর্দায় দেখেছেন দর্শক। এখন অনির্বাণের সঙ্গে জুটি বেঁধেছেন ঋদ্ধিমা। তাঁকে এবং গৌরবকে কি আজও দর্শক মিস করেন? ঋদ্ধিমা শেয়ার করলেন, ‘‘আমাকে আর গৌরবকে অ্যাজ ব্যোমকেশ-সত্যবতী কিন্তু দর্শক আজও মিস করেন। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। ফলে আমি সরাসরি ফি়ডব্যাক পাই।’’

আরও পড়ুন, ‘বোল্ড সিন নিয়ে আমার কোনও সমস্যা নেই’

ব্যোমকেশ ওভারডোজ!

ঋদ্ধিমা মনে করেন, এত ব্যোমকেশ হচ্ছে, যে আলাদা আলাদা ব্যোমকেশকে অ্যাকসেপ্ট করাটা দর্শকদের কাছে ওভারডোজ হয়ে যাবে। ওয়েব সিরিজেও তো সেই ব্যোমকেশ। সেটাও কি ওভারডোজ? ঋদ্ধিমা মনে করেন, ‘‘ওয়েব সিরিজ একটা ডিফারেন্ট মিডিয়াম। ইন্টারন্যাশনাল অডিয়েন্সের কাছে খুব সহজে পৌঁছে যাওয়া যায়। ফলে এটাতে ওভারডোজ হবে না।’’


ব্যোমকেশের তৃতীয় সিজনে ঋদ্ধিমা এবং অনির্বাণ।

আফটার ম্যারেজ

বিয়ে করেছেন মাত্র কয়েক মাস। তবে ঋদ্ধিমার কাছে সবটা আগের মতোই। ‘‘শুধু এখন আমি আর গৌরব একসঙ্গে থাকি। বাকিটা একই।’’ তবে দায়িত্ব বেড়েছে বইকি। বাড়ি সামলাতে হচ্ছে। আর সকালবেলার কফি। হাসতে হাসতে অভিনেত্রী বললেন, ‘‘গৌরব আমার তৈরি কফি খেতে খুব পছন্দ করে। সকালে কফিটা আমিই তৈরি করি। তবে আমার ব্যস্ততা থাকলে ও করে দেয়। আর ওর দায়িত্ব হল রেগুলার বিছানা করা।’’

আরও পড়ুন, ‘সেক্স টয় শপ’ খুলছে কলকাতায়! নেপথ্যে কারা?

Ridhima Ghosh Anirban Bhattacharya Tollywood TV Celebrity Interview ঋদ্ধিমা ঘোষ
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy