Advertisement
E-Paper

ফের যমজ সন্তান সেলিনার, বাঁচানো গেল না এক জনকে

কয়েক মাস ধরেই সেলিনা যে অন্তঃসত্ত্বা, তা সকলেরই জানা ছিল। অভিনেত্রী নিজেই তাঁর প্রেগন্যান্সির সময়ের ছবি পোস্ট করেছিলেন। কিন্তু দ্বিতীয় বার যমজ সন্তানের জন্ম দিয়েও এক সন্তানকে হারাতে হয়েছে তাঁকে। সে কথা জানিয়েই একটি ফেসবুক পোস্ট করেছেন নায়িকা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৭ ১৫:৪৩
সেলিনা জেটলি। ছবি: সেলিনার ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

সেলিনা জেটলি। ছবি: সেলিনার ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

সোশ্যাল সাইটে নিজেদের মনের কথা, মতামত, ছবি— হামেশাই শেয়ার করেন সেলিব্রিটিরা। বিশেষ করে কোনও আনন্দের খবর হলে তো কথাই নেই। তবে দশমীর দিন ফেসবুকে নিজের জীবনের এক গভীর শোকের কথা শেয়ার করেছেন সেলিনা জেটলি। মা দুর্গার কৈলাশে ফিরে যাওয়ার দিন সন্তান হারানোর শোক তাঁর ফ্যানেদেরকে জানিয়েছেন সেলিনা।

আরও পড়ুন, বিগ বস ১১-এর ঘরে এ বার শাস্তি পেলে থাকতে হবে অন্ধকূপে!

আরও পড়ুন, মারা গেলেন টম অল্টার

কয়েক মাস ধরেই সেলিনা যে অন্তঃসত্ত্বা, তা সকলেরই জানা ছিল। অভিনেত্রী নিজেই তাঁর প্রেগন্যান্সির সময়ের ছবি পোস্ট করেছিলেন। কিন্তু দ্বিতীয় বার যমজ সন্তানের জন্ম দিয়েও এক সন্তানকে হারাতে হয়েছে তাঁকে। সে কথা জানিয়েই একটি ফেসবুক পোস্ট করেছেন নায়িকা।

সেলিনা লিখেছেন, ‘‘বৃষ্টিতে আমরা রামধনু খুঁজি, অন্ধকারে খুঁজি তারাদের।… ঈশ্বরেরা কৃপায় এ বারেও ১০ সেপ্টেম্বর দুবাইতে দুই পুত্র সন্তানের জন্ম দিয়েছিলাম। আর্থার জেটলি হাগ ও শামসের জেটলি হাগ। কিন্তু জীবন যেভাবে ভাবা হয় সব সময় সে পথে চলে না। শামসের হৃদরোগে মারা গিয়েছে…’’

দ্বিতীয় বার তাঁর যমজ সদ্যোজাতের এক জনকে হারিয়েছেন অভিনেত্রী। সেলিনা লিখেছেন, ‘‘হৃদয় ভেঙে গিয়েছে আমাদের। তবু আমরা ভাগ্যবান কারণ তার একটা অংশ আর্থারের মাধ্যমে এখনও আমাদের সঙ্গে রয়েছে। আর্থারের মুখ সব সময় আমাদের মনে করাবে সেই দেবদূতের কথা…।’’

পাঁচ বছর আগে সেলিনা জন্ম দিয়েছিলেন যমজ সন্তানের— উইনস্টন ও বিরাজ।

How fast have they grown ?? #throwback #singapore @winstonjhaag & @viraajjhaag just 15 month old puppies 😍#babyfever ... #twinstagram #twins #bollywood #twinpregnancy #celina #celinajaitly #celinajaitley #mylife #mytwoboys #mytwins #winston #viraaj #celinasworld

A post shared by Celina Jaitly (@celinajaitlyofficial) on

A post shared by Celina Jaitly (@celinajaitlyofficial) on

এ বারও তিনি মা হয়েছেন যমজ পুত্রসন্তানের। আর্থার ও শামসের। কিন্তু হৃদরোগের কারণে বাঁচানো যায়নি শামসেরকে।

জীবনের এমন অচেনা শোকের মধ্যে হয়তো সান্ত্বনা খুঁজছেন সেলিনা ও তাঁর স্বামী পিটার হাগ। সে কারণেই ফেসবুকের মাধ্যমে ফ্যানেদের কাছে নিজের মনের কথা জানিয়ে একটু হালকা হতে চেয়েছেন নায়িকা।

Celina Jaitly Film Actress Celebrities Facebook সেলিনা জেটলি
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy