রাষ্ট্রায়ত্ত সংস্থার বিশেষ প্রকল্পে কর্মী চাই। সিনিয়র প্রজেক্ট ম্যানেজার, সিনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার এবং নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার পদে ওই সংস্থায় কাজ করতে হবে। শূন্যপদ দু’টি।
ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া-র সিসিটিভ প্রজেক্ট-এ কর্মী নিয়োগ করা হবে। সংস্থার তিরুমালা এবং তিরুপতি দফতরে কাজ করত হবে।
কারা সুযোগ পাবেন?
বিজ়নেস ম্যানেজমেন্টে স্নাতকোত্তর যোগ্যতা রয়েছে এবং ইঞ্জিনিয়ারিং শাখায় স্নাতক ডিগ্রি অর্জন করেছেন— এমন ব্যক্তিকে সিনিয়র প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ করা হবে। প্রতি মাসের বেতন হিসাবে ৯৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকদের সিনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার পদে কাজের সুযোগ দেওয়া হবে। ওই বিষয়ে ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার পদে চাকরির সুযোগ পাবেন।
আরও পড়ুন:
কী অভিজ্ঞতা থাকা প্রয়োজন?
উল্লিখিত পদে প্রার্থীদের সিসিটিভি, ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সম্পর্কিত কাজে আট থেকে ১৫ বছরের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স ও বেতন:
নিযুক্তদের বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে। তাঁদের জন্য প্রতি মাসে ৩৫,০০০ টাকা থেকে ৯৫,০০০ টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে।
যোগ্যতা যাচাই কী ভাবে?
প্রার্থীদের অভিজ্ঞতা এবং দক্ষতার ভিত্তিতে প্রাথমিক পর্বে বাছাই করে নেবেন বিশেষজ্ঞেরা। এর পর ইন্টারভিউ এবং স্কিল টেস্টের মাধ্যমে চূড়ান্ত পদে নিয়োগ করা হবে।
আবেদন কী ভাবে?
২৯৫ টাকা ফি দিয়ে ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনের শেষ দিন ২০ ডিসেম্বর।