Advertisement
E-Paper

রেল থেকে সিভিল সার্ভিস, আগামী বছর কবে কোন নিয়োগ পরীক্ষা আয়োজিত হতে চলেছে?

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এবং ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) ২০২৬ বিভিন্ন পদে নিয়োগের জন্য পরীক্ষা আয়োজন করতে চলেছে। কবে কোন পরীক্ষা হবে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫ ১৩:০১

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

রেলে চাকরির জন্য আবেদন করেছেন? কিংবা ইউপিএসসি-র সিভিল সার্ভিস দেবেন? বিভিন্ন পদের জন্য ২০২৬-এ কবে কোন পরীক্ষা, রইল তার তথ্য।

ইঞ্জিনিয়ার এবং সায়েন্টিস্ট নিয়োগ:

ইউপিএসসি কেন্দ্র সরকারি বিভাগের আমলা এবং উচ্চ পদস্থ আধিকারিক পদে নিয়োগ পরীক্ষার আয়োজন করে। ২০২৬-এর ৮ ফেব্রুয়ারি কম্বাইন্ড জিয়ো সায়েন্টিস্ট এবং ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস-এর প্রিলিমিনারি পরীক্ষা হতে চলেছে। ওই দুই বিভাগের ‘মেন’ পরীক্ষা ২০ এবং ২১ জুন নেওয়া হবে। ২৮ ফেব্রুয়ারি সিবিআই-এর ডিএসপি পদে নিয়োগের পরীক্ষা হবে।

প্রতিরক্ষা বিভাগের নিয়োগ-পরীক্ষা:

৮ মার্চ সিআইএসএফ-এর অ্যাসিস্ট্যান্ট কমাড্যান্টস পদে নিয়োগের পরীক্ষার দিন স্থির করা হয়েছে। এরপর প্রতিরক্ষা বিভাগের তিনটি পরীক্ষা ১২ এপ্রিল নেওয়া হবে— কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস, ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি, নাভাল অ্যাকাডেমি এগ্জ়ামিনেশন। এর দ্বিতীয় পর্বের পরীক্ষা ১৩ সেপ্টেম্বর নেওয়া হবে।

সিভিল সার্ভিস:

একইসঙ্গে সিভিল সার্ভিস এবং ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস-এর (আইএফএস) প্রিলিমিনারি পরীক্ষাও হতে চলেছে ২৪ মে। তবে, ‘মেন’ পরীক্ষা পৃথক পৃথক মাসে হবে। সিভিল সার্ভিস-এর ‘মেন’ ২১ অগস্ট এবং আইএফএস-এর পরীক্ষা ২২ নভেম্বর।

রেল নিয়োগ করছে কোন কোন পদে?

২০২৫-এ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফেও একাধিক পদে নিয়োগের আবেদন গৃহীত হয়েছে। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, টেকনিশিয়ান, সুপারভাইজ়ার, ক্লার্ক, জুনিয়র ইঞ্জিনিয়ার, হেল্থকেয়ার অ্যান্ড অ্যালায়েড (সাবেক প্যারামেডিক্যাল) এবং গ্রুপ ‘ডি’ বিভাগে কয়েক হাজার কর্মী নিয়োগ করবে রেল। দেশের বিভিন্ন ডিভিশনে নিয়োগের এই সমস্ত পরীক্ষা ২০২৬-এ হতে চলেছে।

কবে হবে পরীক্ষা?

যদিও রেলের তরফে ওই সমস্ত পরীক্ষার দিন ঘোষণা করা হয়নি। তবে, ২০২৪-২৫ অর্থবর্ষে জানুয়ারি থেকে মার্চ-এর মধ্যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, এপ্রিল থেকে জুন-এ টেকনিশিয়ান পদে নিয়োগের পরীক্ষাগুলি নেওয়া হয়েছিল। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সুপারভাইজ়ার, ক্লার্ক, জুনিয়র ইঞ্জিনিয়ার, হেল্থকেয়ার অ্যান্ড অ্যালায়েড (সাবেক প্যারামেডিক্যাল) বিভাগের পরীক্ষা চলেছে। সব শেষে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত গ্রুপ ‘ডি’-র পরীক্ষা নেওয়া হয়েছে। তাই ডিসেম্বর মাসে কিংবা পরের বছরে জানুয়ারি মাসের শুরুতেই পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করার সম্ভাবনা রয়েছে।

Indian Railway Recruitment 2025 UPSC Recruitment 2025 exam schedule
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy