সিভিল সার্ভিস পরীক্ষায় দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য বিশেষ স্ক্রিনের ব্যবস্থা করা হবে। ৩১ অক্টোবর সুপ্রিম কোর্টে এই বিষয়ে হলফনামা জমা দিয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)। বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চে দৃষ্টিহীন পরীক্ষার্থীদের নিয়ে হওয়া মামলায় ওই নতুন ব্যবস্থা কী ভাবে চালু করা হবে, তা নিয়েও বিশদ জানানো হয়েছে।
শীর্ষ আদালতে ইউপিএসসি জানিয়েছে, সিভিল সার্ভিসের দৃষ্টিহীন পরীক্ষার্থীরা যাতে সহজেই প্রশ্নপত্র পড়ে উত্তর লিখতে পারেন, তা সুনিশ্চিত করবে বিশেষ স্ক্রিন রিডার সফট্অয়্যার। কমিশনের দেওয়া তথ্য শোনার পর ডিভিশন বেঞ্চ প্রশ্ন করে, এই ব্যবস্থা চালু করতে কত সময় লাগবে? উত্তরে কমিশন জানায়, পরের পরীক্ষাবর্ষ পর্যন্ত সময় লাগতে পারে।
আরও পড়ুন:
ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, বিশেষ পদ্ধতিতে পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার্থীদের অন্য কেন্দ্রে যেতে হতে পারে, যেহেতু ইউপিএসসি-র নিজস্ব পরীক্ষাকেন্দ্রে এই ব্যবস্থা নেই। কমিশন এই বিষয়ে শীর্ষ আদালতকে জানিয়েছ, এই সফট্অয়্যার নিয়ে পরীক্ষানিরীক্ষা চালু করতে কমিশন ন্যাশনাল ইনস্টিটিউট ফর দি এমপাওয়ারমেন্ট অব পার্সনস উইথ ভিস্যুয়াল ডিজ়েবিলিটি-র সঙ্গেও যোগাযাগ করা হয়েছে। ওই প্রতিষ্ঠানের কম্পিউটার ল্যাবগুলিতে পরীক্ষা নেওয়া যেতে পারে কি না, তা খতিয়ে দেখেছেন কমিশনের আধিকারিকেরা।
দু’পক্ষের মধ্যে একাধিক বৈঠক এবং আলোচনার পর প্রতিষ্ঠানের দেহরাদূন এবং অন্যান্য আঞ্চলিক কার্যালয়ে পরীক্ষাকেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে পরীক্ষার্থীদের অন্যত্র যেতে হবে না। এ ছাড়াও পরীক্ষাকেন্দ্রে যে সফট্অয়্যার ব্যবহার করা হবে, তা তৈরি করা, তার সাহায্যে পরীক্ষা নেওয়া, প্রশ্নপত্র এবং সফট্অয়্যার-এর নিরাপত্তা সংক্রান্ত সমস্ত দায়িত্বই ইউপিএসসি পালন করবে।