ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি নিয়ে স্নাতকে ভর্তির প্রবেশিকার দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন (জেইই) মেন ২০২৬-এর প্রথম পর্বের পরীক্ষা ২১-৩০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্বের পরীক্ষা ২-৯ এপ্রিল হতে চলেছে।
ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, প্ল্যানিং বিষয় নিয়ে স্নাতকে ভর্তির প্রবেশিকার জন্য তিন ঘণ্টা করে সময় দেওয়া হবে। তবে যাঁরা আর্কিটেকচার এবং প্ল্যানিং-এর পরীক্ষা একসঙ্গে দিতে চান, তাঁরা তিন ঘণ্টা ৩০ মিনিট পর্যন্ত সময় পাবেন। বাংলা, ইংরেজি মিলিয়ে মোট ১৩টি ভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে।
আরও পড়ুন:
প্রতিটি বিষয়ের পরীক্ষা দু’টি অর্ধে নেওয়া হবে। প্রথমার্ধের পরীক্ষা সকাল ৯টা থেকে বেলা ১২টা এবং দ্বিতীয়ার্ধের পরীক্ষা দুপুর ৩টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত চলবে। কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) পদ্ধতিতে অনলাইনে পরীক্ষা দিতে পারবেন পরীক্ষার্থীরা।
দু’টি পর্বের পরীক্ষা দিতে আগ্রহীদের অনলাইনে নাম নথিভুক্ত করে নিতে হবে। প্রথম পর্বের জন্য পোর্টাল ৩১ অক্টোবর চালু করা হয়েছে, আবেদন জমা দিতে পারবেন ২৭ নভেম্বর পর্যন্ত। দ্বিতীয় পর্বের ক্ষেত্রে জানুয়ারি, ২০২৬-এর শেষ সপ্তাহের মধ্যে আবেদনের পোর্টাল চালু করা হবে।
পরীক্ষায় বসতে আগ্রহীদের ৮০০-১,০০০ টাকা ফি হিসাবে জমা দিতে হবে। নাম নথিভুক্ত করার সময়ই ওই ফি নেওয়া হবে। রাজ্যের কলকাতা, কল্যাণী, শিলিগুড়ি, দুর্গাপুর, বর্ধমান, কল্যাণী, খড়্গপুর-সহ মোট ১৫টি কেন্দ্রে পরীক্ষা দিতে পারবেন পরীক্ষার্থীরা।