কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে করতে কাজ শেখার সুযোগ খোঁজেন অনেকেই। দুর্গাপুরের সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট থেকে এমন প্রশিক্ষণ দেওয়া হবে। শেখানো হবে রোবোটিক্স, ড্রোন টেকনোলজির মত বিষয়। এ জন্য আগ্রহীদের দু’মাস সময় দেওয়া প্রয়োজন।
মেকানিক্যাল, প্রোডাকশন, মেটিরিয়ালস, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক স্তরের দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন, এমন পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়াও রসায়ন, এনভায়রনমেন্টাল সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর স্তরে পাঠরত পড়ুয়ারাও ওই ইন্টার্নশিপ-এ যোগদানের সুযোগ পাবেন। তবে, মাত্র চারটি আসনই বরাদ্দ করা হয়েছে।
আরও পড়ুন:
ইন্টেলিজেন্ট অটোনোমাস সিস্টেমস অ্যান্ড রোবোটিক্স, সাস্টেনেবল অ্যান্ড ডিজিটাল ম্যানুফ্যাকচারিং, স্মার্ট ফার্ম মেশিনস অ্যান্ড টেকনোলজিস, ইলেকট্রিক মোবিলিটি অ্যান্ড ক্লিন এনার্জি, এয়ারবোর্ন সিস্টেমস অ্যান্ড টেকনোলজিস-এর বিষয়গুলি হাতেকলমে শেখানো হবে।
ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের ইন্টার্নশিপের জন্য বেছে নেওয়া হবে। ওই দিন তাঁদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের প্রমাণপত্র, জীবনপঞ্জি এবং আবেদনের নথি সঙ্গে রাখা প্রয়োজন। ২৩ ডিসেম্বর ইন্টারভিউ নেওয়া হবে।