ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ (আইসিএআর) কর্মী নিয়োগ করবে। প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, ইন্টারভিউয়ের মাধ্যমে ইয়ং প্রফেশনাল পদের জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। সংশ্লিষ্ট কাজের জন্য এক জনকে বেছে নেওয়া হবে।
কেন্দ্রীয় কৃষি গবেষণা কেন্দ্রের আঞ্চলিক কার্যালয় সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ় রিসার্চ ইনস্টিটিউট ওই ব্যক্তিকে কাজ করতে হবে। ব্যারাকপুরের ওই কেন্দ্রের ড্রোন এবং সমতুল যন্ত্রের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ওই ব্যক্তিকে সামলাতে হবে।
আরও পড়ুন:
তাই উল্লিখিত পদে কাজের জন্য এরোনটিক্যাল, এরোস্পেস, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকদের যোগ্যতা যাচাই করা হবে। পদপ্রার্থীদের বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। তবে, তাঁদের ড্রোন ফ্লাইং কিংবা অপারেশন, ইন্টারনেট অফ থিংস (আইওটি) সম্পর্কে জ্ঞান এবং কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, মোট এক বছরের জন্য চুক্তির ভিত্তিতে উল্লিখিত পদে কাজ করতে হবে। আগ্রহীরা ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে পারবেন। ব্যারাকপুরের পদের জন্য আবেদনের সঙ্গে বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা, জীবনপঞ্জির মত গুরুত্বপূর্ণ নথি জমা দেওয়ার শেষ দিন ১৫ ডিসেম্বর।
বাছাই করা প্রার্থীদের ব্যারাকপুরের কার্যালয়ে ইন্টারভিউ দিতে আসতে হবে ২২ ডিসেম্বর। নিযুক্ত ব্যক্তি প্রতি মাসে ৪২ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন। এই বিষয়ে আরও জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।