স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের গবেষণার সুযোগ দেবে আইআইইএসটি, শিবপুর। প্রতিষ্ঠানের সেন্টার ফর হেল্থকেয়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজি-র একটি প্রকল্পে তাঁদের নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো এবং প্রজেক্ট অ্যাসোসিয়েট প্রয়োজন। শূন্যপদ দু’টি।
রসায়ন, পদার্থবিদ্যা, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি, ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস, ন্যাচরাল সায়েন্সেস, বায়োটেকনোলজি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে কাজের সুযোগ পাবেন। তাঁদের গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হতে হবে। জানতে হবে মলিকিউলার বায়োলজি টেকনিক নিয়ে কাজের কৌশলও। প্রার্থীদের বয়স ২৮ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
আরও পড়ুন:
প্রজেক্ট অ্যাসোসিয়েট হিসাবে বায়োটেকনোলজি, ইনস্ট্রুমেন্টেশন কিংবা লাইফ সায়েন্সেস শাখার বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নদের নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে প্রার্থীদের হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে কাজের অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। প্রার্থীদের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।
মোট ছ’মাসের চুক্তিতে নিযুক্তদের কাজ চলবে। ওই মেয়াদ ৩৬ মাস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। নিযুক্তদের ২৫ হাজার টাকা থেকে ৪২ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। তার আগে ১১ ডিসেম্বরের মধ্যে প্রার্থীদের ই-মেল মারফত আবেদনপত্র পাঠানো প্রয়োজন।