বোস ইনস্টিটিউট-এ গবেষক প্রয়োজন। ওই কাজের জন্য সুযোগ পেতে পারেন পিএইচডি ডিগ্রিপ্রাপ্তেরাও। প্রতিষ্ঠানের বায়োলজিক্যাল সায়েন্সেস বিভাগের গবেষণা প্রকল্পে কর্মখালি রয়েছে। শূন্যপদ একটি।
অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন-এর (এএনআরএফ) আর্থিক আনুকূল্যে উল্লিখিত বিভাগের প্রকল্পে কাজ চলবে। প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৫৮ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। নিযুক্তের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
আরও পড়ুন:
বোস ইনস্টিটিউট রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে কর্মী নিয়োগ করবে। ওই কাজের জন্য বায়োলজিক্যাল সায়েন্সেস কিংবা সমতুল বিষয়ে পিএইচডি, ডক্টর অফ মেডিসিন (এমডি), মাস্টার অফ ডেন্টাল সার্জারি (এমডিএস), কিংবা মাস্টার অফ সায়েন্স (এমএস) ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন।
প্রার্থীদের অন্তত তিন বছরের গবেষণা কিংবা শিক্ষকতার পাশাপাশি, ডিজ়াইন অ্যান্ড ডেভেলপমেন্ট সংক্রান্ত বিষয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়াও সায়েন্স সাইটেশন ইন্ডেক্সট জার্নালে অন্তত একটি গবেষণাপত্র প্রকাশিত হওয়া চাই।
আগ্রহীদের সরাসরি ইন্টারভিউয়ের জন্য উপস্থিত থাকতে হবে। ১৫ ডিসেম্বর বোস ইনস্টিটিউট-এর সল্টলেকের ক্যাম্পাসে ইন্টারভিউ হতে চলেছে। মোট ছ’মাসের চুক্তিতে নিযুক্তের কাজ চলবে। পরে ওই মেয়াদ ৩১ অক্টোবর, ২০৩০ পর্যন্ত বৃদ্ধি করা হবে।