কলকাতা মেট্রো রেলে কাজ করতে চান। দ্বাদশ উত্তীর্ণ হলেই পেতে পারেন সুযোগ। বিশেষ শর্তে তাঁদের শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) হিসাবে প্রশিক্ষণ দেওয়া হবে। শূন্যপদ ১২৮।
কলকাতা মেট্রোর তরফে ১৫ থেকে ২৪ বছর বয়সিদেরই ওই প্রশিক্ষণ দেওয়া হবে। ফিটার, ইলেকট্রিশিয়ান, মেকানিস্ট, ওয়েল্ডার ট্রেডের অধীনে বাছাই করা ব্যক্তিদের প্রশিক্ষণ চলবে। তবে, এ জন্য দ্বাদশ উত্তীর্ণদের ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং (এনসিভিটি) অনুমোদিত কেন্দ্র থেকে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই) থেকে পাশ করা প্রয়োজন।
প্রার্থীদের মেডিক্যাল ফিটনেস থাকা প্রয়োজন। ওই বিষয়ক শংসাপত্রে সরকার অনুমোদিত চিকিৎসকের স্বাক্ষর থাকতে হবে, যিনি কোনও সরকারি হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট সার্জেন কিংবা উচ্চপদে কর্মরত।
আরও পড়ুন:
প্রশিক্ষণ নিতে আগ্রহীদের অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়া ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। রেজিস্ট্রেশনের নথি সংগ্রহ করে তার সঙ্গে আবেদনপত্র, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, ছবি-সহ অন্য সমস্ত নথি আপলোড করা প্রয়োজন। অনলাইনে মেট্রো রেল-এর ওয়েবসাইটে ওই নথি জমা দিতে পারবেন।
আগ্রহীদের ২৩ ডিসেম্বরের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনের জন্য আলাদা করে ১০০ টাকা প্রসেসিং ফি হিসাবে ধার্য করা হয়েছে। আবেদনকারীদের দশমে প্রাপ্ত নম্বর, আইটিআইটি শংসাপত্রের ভিত্তিতে বাছাই করে নেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালীন সরকারি নিয়ম অনুযায়ী ভাতা মিলবে।