কলকাতা পুরসভায় চাকরির সুযোগ। ওই সংস্থায় এমবিবিএস ডিগ্রিপ্রাপ্তেরা কাজ করার সুযোগ পাবেন। মেডিক্যাল অফিসার পদে সাতজনকে নিয়োগ করা হবে।
কারা আবেদন জানাতে পারবেন?
আবেদনের জন্য প্রার্থীদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর অব মেডিসিন, ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) ডিগ্রি থাকতে হবে। নিম্নলিখিত বিষয়ে প্রয়োজন এই ডিগ্রি—গাইনকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স, পিডিয়াট্রিক মেডিসিন, অ্যানাস্থেশিয়োলজি।
পাশাপাশি, তাঁদের ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের অধীনে নাম নথিভুক্ত থাকতে হবে ওই প্রার্থীদের। একই সঙ্গে ১ বছরের শিক্ষানবিশি তথা ইন্টার্নশিপের শংসাপত্রও থাকতে হবে।
আরও পড়ুন:
বেতন এবং বয়স:
ওই পদে নিযুক্তদের ৭০ হাজার টাকা বেতন দেওয়া হবে। তাঁদের বয়স ৬৭ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
কী ভাবে নিয়োগ করা হবে?
সরাসরি ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের ওই পদে নির্বাচন করা হবে।
কী ভাবে আবেদন জানাতে হবে?
ইন্টারভিউয়ের জন্য প্রার্থীদের একটি ফর্ম পূরণ করে রাখতে হবে। ওই ফর্মটি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এর পেজে গিয়ে বিজ্ঞপ্তিতে ওই ফর্মটি দেখতে পারবেন তাঁরা।
নির্দিষ্ট দিনে আবেদনপত্র, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং ফর্মটি-সহ অন্য সব প্রয়োজনীয় নথি সঙ্গে করে নিয়ে যেতে হবে আবেদনকারীদের। ১২ ডিসেম্বর সকাল সাড়ে ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত ইন্টারভিউ হবে।