কলকাতার সরকারি হাসপাতাল কর্মী নিয়োগ করবে। ওই পদে একজনকে নিয়োগ করা হবে। তাঁকে ল্যাবরেটরি টেকনিশিয়ান হিসাবে কাজ করতে হবে।
স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন-এর ইন্টিগ্রেটেড কাউন্সেলিং অ্যান্ড টেস্টিং সেন্টারে চুক্তির ভিত্তিতে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে কাজ করতে হবে নিযুক্তকে।
মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে কাজের সুযোগ পাবেন। ডায়গনস্টিক ল্যাবরেটরিতে অন্তত দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
আরও পড়ুন:
নির্দিষ্ট সময়ের চুক্তিতে নিযুক্তকে কাজ করতে হবে। প্রতি মাসে ২১ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। তবে, পদপ্রার্থীদের বয়স ৬০ বছরের মধ্যে হতে হবে।
প্রার্থীদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং কর্মজীবনের শংসাপত্রের নথি-সহ আবেদনপত্র ডাকযোগে জমা দিতে হবে। ১২ ডিসেম্বর পর্যন্ত আবেদন পাঠাতে পারবেন। বাছাই করা প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে।