রাজ্য স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগ করা হবে। দক্ষিণ ২৪ পরগনার স্বাস্থ্য জেলা দফতরের অধীনে নিযুক্তদের কাজ চলবে। মেডিক্যাল অফিসার পদে কর্মী প্রয়োজন। শূন্যপদ ৬৭টি।
ন্যাশনাল মেডিক্যাল কমিশন অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিদের ওই পদে নিয়োগ করা হবে। তাঁদের এক বছরের ইন্টার্নশিপ এবং রাজ্যের মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে।
আরও পড়ুন:
ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। বাছাই করা প্রার্থীদের জন্য প্রতি মাসে ৬০,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে। তাঁদের বয়স ৬৭ বছরের মধ্যে হতে হবে।
আগ্রহীদের ১৩ ডিসেম্বর এম আর বাঙ্গুর হাসপাতালে ইন্টারভিউয়ের জন্য আসতে হবে। ওই দিন প্রার্থীদের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা এবং কর্মজীবনের অভিজ্ঞতার শংসাপত্র থাকা প্রয়োজন। একই সঙ্গে ইন্টারভিউয়ের দিন ১০০ টাকার ডিমান্ড ড্রাফ্টও সঙ্গে রাখতে হবে।