রাজ্য সরকারি হাসপাতালে চাকরির সুযোগ। হাসপাতালে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট পদে কর্মী প্রয়োজন। ওই কাজের জন্য এক জনকে নিয়োগ করা হবে।
চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট-এর ডিপার্টমেন্ট অফ সিগন্যাল ট্রান্সডাকশন অ্যান্ড বায়োজেনিক অ্যামাইনস-এর প্রকল্পে কাজ করতে হবে। নিযুক্তের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। ওই পদে বায়োলজিক্যাল সায়েন্সেস কিংবা সমতুল বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা আবেদনের সুযোগ পাবেন। তাঁদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট), গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন।
আরও পড়ুন:
ওই কাজের জন্য এক বছরের চুক্তিতে বহাল থাকতে হবে। পারিশ্রমিক হিসাবে মিলবে ৫৬ হাজার টাকা। মলিকিউলার বায়োলজি, হিউম্যান ক্যানসার সংক্রান্ত বিষয়ে গবেষণার পূর্ব অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া যাবে।
আগ্রহীদের ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ৯ ডিসেম্বর। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে।