স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের নিয়োগ করবে ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচারাল রিসার্চ (আইসিএআর) অধীনস্থ সংস্থা। ওই সংস্থায় রিসার্চ অ্যাসোসিয়েট এবং সিনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। শূন্যপদ দু’টি।
নিযুক্তদের পোস্টিং সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট-এ হতে চলেছে। তাঁদের প্রাথমিক ভাবে ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। পরে ওই মেয়াদ অগস্ট, ২০২৮ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। প্রতি মাসে নিযুক্তদের বেতন হিসাবে ৪২ হাজার টাকা থেকে ৫৮ হাজার টাকা দেওয়া হবে।
আরও পড়ুন:
উদ্ভিদবিদ্যা, এগ্রিকালচারাল বায়োটেকনোলজি, মলিকিউলার বায়োলজি, বায়োইনফরমেটিক্স, জেনেটিক্স বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা উল্লিখিত পদে চাকরির সুযোগ পাবেন। রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে অনূর্ধ্ব ৪০ বছর এবং সিনিয়র রিসার্চ ফেলো হিসাবে অনূর্ধ্ব ৩৫ বছর বয়সিকে নিয়োগ করা হবে।
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। ইন্টারভিউ নেওয়া হবে সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট-এ। ওই সংস্থায় ১০ ডিসেম্বর আগ্রহীদের জীবনপঞ্জি এবং অন্য নথি নিয়ে সকাল ১০টার আগে পৌঁছে যেতে হবে।