Advertisement
০৭ ডিসেম্বর ২০২৪
Entertainment News

‘কসৌটি’র অনুরাগ এ বার ‘বিগ বস’য়ের অতিথি!

সেই যে ২০০৮ এ‘কসৌটি জিন্দেগি কে’ শেষ হল, তারপর আর দেখা মেলেনি অনুরাগ অর্থাৎ সেজন খানের। এই সেজনকেই চলতি বছরের ‘বিগ বস’ সিজনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বলে খবর।

‘কসৌটি জিন্দেগি কে’-র সময় সেজন খান। ছবি: সংগৃহীত।

‘কসৌটি জিন্দেগি কে’-র সময় সেজন খান। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৭ ১২:৪২
Share: Save:

দিন যতই এগিয়ে আসছে ‘বিগ বস’য়ের অতিথিদের নিয়ে ততই বাড়ছে জল্পনা। কে কে থাকছেন ‘বিগ বস’ হাউসে? বহু নাম নিয়ে জল্পনা থাকলেও নিশ্চিত হওয়া যাচ্ছিল না কারও সম্বন্ধেই। সেই অনিশ্চিয়তার তালিকায় এ বার যোগ হল আরও একটা নাম। এই মরসুমে দেখা যেতে পারে এক সময়ের হিন্দি সিরিয়ালের জনপ্রিয় এক মুখকে। যিনি বহু দিন ধরে লোকচক্ষুর আড়ালে। ‘কসৌটি জিন্দেগি কে’র অনুরাগ আর প্রেরণা কে বোধ হয় সকলেরই মনে আছে। প্রেরণা অর্থাৎ শ্বেতা তিওয়ারি আপাতত চর্চিত মুখ। এক সিজনে শ্বেতা ‘বিগ বস’ বিজয়ীও হয়েছিলেন। কিন্তু সেই যে ২০০৮ এ‘কসৌটি জিন্দেগি কে’ শেষ হল, তারপর আর দেখা মেলেনি অনুরাগ অর্থাৎ সেজন খানের। এই সেজনকেই চলতি বছরের ‘বিগ বস’ সিজনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বলে খবর। যদিও এখনও অবধি ‘বিগ বস’ কর্তৃপক্ষ এবং সেজন খান এই বিষয়ে কেউই মুখ খোলেননি।

সেজন খান। ছবি: ইনস্টাগ্রাম।

আরও পড়ুন, বিগ বি’র কৌন বনেগা ক্রোড়পতি সিজন ৯-এ হট সিটে কোন বলি সেলেবরা?

আরও পড়ুন, ‘কৌন বনেগা ক্রোড়পতি’র আসন্ন সিজনে কী ভাবে অংশ নেবেন?

‘কসৌটি জিন্দেগি কে’ শুরু হয় ২০০১ সালে। আর তখন থেকেই জনপ্রিয় দুই চরিত্র অনুরাগ ও প্রেরণা। ভিলেন হিসেবে জনপ্রিয় হয়েছিল কমলিকা চরিত্রটিও। যে চরিত্রে অভিনয় করেছিলেন উর্বশী ঢোলাকিয়া। ২০০৮ সালে ‘কসৌটি জিন্দেগি কে’ যখন শেষ হয়, তার পর আরও বেশ কিছু হিন্দি ধারাবাহিকে দেখা গিয়েছিল উর্বশী এবং শ্বেতা দুজনেই। কিন্তু দেখা মেলেনি অনুরাগ অর্থাৎ সেজন খানের। যাকে নিয়ে দর্শকের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। বলিউড লাইফ জানাচ্ছে, ‘প্রত্যেক বছরেই একজন কিংবদন্তি টেলি অভিনেতাকে আমন্ত্রণ জানায় বিগ বস। আর এই বছরে সেজন খানকে তাঁরা আমন্ত্রণ জানিয়েছে। বহু দিন ধরেই লাইমলাইট থেকে দূরে সেজন, আর এটাই তাঁর কাছে কামব্যাকের সুযোগ। যদিও আমন্ত্রণ পাওয়ার পর থেকেই বেশ উত্তেজিত সেজন খান। সব দিক ঠিক থাকলে এই বিগ বস সিজনেই দেখা যাবে তাঁকে।’

কাকতালীয় ভাবে ‘কসৌটি’র অনুরাগের আর দুই সহ অভিনেত্রী শ্বেতা এবং উর্বশী দুজনেই ‘বিগ বস’-এর বিজয়ী। এখন দেখার সেজন খান ও ‘বিগ বস’-এর বিজয়ী হতে পারেন কি না।

অন্য বিষয়গুলি:

Bigg Boss Bigg Boss Season 11 Cezanne Khan Kasautii Zindagii Kay Shweta Tiwari Urvashi Dholakia Salman Khan সেজন খান সলমন খান
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy