Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

০১ অক্টোবর ২০২২ ই-পেপার

URL Copied

বিনোদন

শিল্পা শিন্ডেকে এই রূপে দেখেছেন কখনও?

নিজস্ব প্রতিবেদন
১৪ জানুয়ারি ২০১৮ ১৯:২৯
শিল্পা শিন্ডেকে চেনেন তো? ‘বিগ বস’ সিজন একাদশের এই প্রতিযোগি শুরু থেকেই নানা তর্ক-বিতর্কে শীর্ষে ছিলেন। শুধু আকর্ষণের কেন্দ্রেই নয় সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট চর্চার বিষয়ও হয়ে উঠেছিলেন শিল্পা। সম্প্রতি, শিল্পার ভাই আশুতোষ শিন্ডে টুইটারে পরিবারের সঙ্গে তাঁর কিছু ছবি শেয়ার করেছেন। দর্শকমহলে যছেষ্ট সাড়া জাগিয়েছে ছবিগুলি।

পরিবার এবং বন্ধুদের সঙ্গেই সময় কাটাতে ভালবাসেন শিল্পা। জীবনের সব খুশি, আনন্দ পরিবারের সঙ্গেই ভাগ করে নেন।
Advertisement
১৯৯৯ সাল থেকে টেলি দুনিয়ায় পা রাখেন শিল্পা। ‘ভাবি’ ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে নজর কাড়েন তিনি।

‘ভাবি জি ঘর পে হ্যায়’ ধারাবাহিকে আঙ্গুরি ভাবির চরিত্রে শিল্পার অভিনয় দর্শকমহলে সাড়া জাগিয়েছিল। ‘সঞ্জীবনী’ এবং ‘আম্রপালি’ ধারাবাহিকেও বিশেষ ভূমিকায় ছিলেন শিল্পা।
Advertisement
আঙ্গুরি ভাবির চরিত্রে অভিনয়ের পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি শিল্পাকে। একের পর এক টিভি সিরিয়ালে চেনা মুখ হয়ে ওঠেন শিল্পা।

টিভি ধারাবাহিকের পাশাপাশি দু’টি তেলুগু ছবিতেও অভিনয় করেছেন শিল্পা। নারায়ণ রাওয়ের ‘চ্চিনা’ এবং সুরেশ বর্মার ‘শিবানি’ ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে।

‘বিগ বস’ সিজন একাদশে বহুবার বিতর্কে জড়িয়েও দর্শমহলে ভূয়সী প্রশংসা পেয়েছিলেন শিল্পা।

Tags: শিল্পা শিন্ডে