গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জীতু কমল। ‘এরাও মানুষ’ ছবির শুটিং করছিলেন ধান্যকুড়িয়ায়। হঠাৎই বুকে চাপ অনুভব করেন অভিনেতা। কাঁপুনি দিয়ে জ্বর আসে বলে খবর। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘনিষ্ঠ সূত্র মারফত জানা গিয়েছে, আউটডোর শুটিং করতে করতে হঠাৎ অজ্ঞান হয়ে যান জীতু। সঙ্গে বুকে ব্যথাও শুরু হয়। জ্বর ছিল প্রচণ্ড। তবে ঠিক কী হয়েছে, এখনও সেটা বোঝা যাচ্ছে না।
জানা যাচ্ছে, বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে জীতুকে। সকাল থেকে ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। ছবির শুটিং সেটে ছিলেন সহ-অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এর আগে দুই তারকা জুটি বেঁধেছিলেন ‘বাবুসোনা’ ছবিতে।
ছবির পাশাপাশি ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এর শুটিং নিয়েও ব্যস্ত জীতু। ধারাবাহিক ২০০ পর্ব পেরিয়েছে। চলতি বছরে পর পর বেশ কিছু কাজ করেছেন অভিনেতা। ইন্দ্রদীপ দাশগুপ্তের পরিচালনায় ‘গৃহপ্রবেশ’ ছবিতে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বিপরীতে দেখা গিয়েছে তাঁকে। অভিনয়ের জন্য প্রশংসাও পেয়েছেন তিনি।
জীতুর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর অনুরাগীরা। হৃদ্রোগ না কি ডেঙ্গিতে আক্রান্ত অভিনেতা, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে ভক্তমহলে।