Advertisement
২৭ জুলাই ২০২৪
Entertainment News

রাজ-শুভশ্রীর বিয়ের মেনু কী ছিল জানেন?

বাওয়ালি রাজবাড়িতে বসেছিল রাজ-শুভশ্রীর বিয়ের আসর। ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুদের উপস্থিতিতে সাতপাতে বাঁধা পড়লেন দুই তারকা। কিন্তু তাঁদের বিয়েতে অতিথি আপ্যায়ণের জন্য কী মেনু ছিল জানেন? ছবি: টুইটারের সৌজন্যে।  

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ মে ২০১৮ ১৩:৪৮
Share: Save:
০১ ০৭
বাওয়ালি রাজবাড়িতে বসেছিল রাজ-শুভশ্রীর বিয়ের আসর। ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুদের উপস্থিতিতে সাতপাতে বাঁধা পড়লেন দুই তারকা। কিন্তু তাঁদের বিয়েতে অতিথি আপ্যায়ণের জন্য কী মেনু ছিল জানেন?

বাওয়ালি রাজবাড়িতে বসেছিল রাজ-শুভশ্রীর বিয়ের আসর। ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুদের উপস্থিতিতে সাতপাতে বাঁধা পড়লেন দুই তারকা। কিন্তু তাঁদের বিয়েতে অতিথি আপ্যায়ণের জন্য কী মেনু ছিল জানেন?

০২ ০৭
বিয়ের দিন সকালে রূপোর বাসনে খেতে দেওয়া হয়েছিল অতিথিদের।

বিয়ের দিন সকালে রূপোর বাসনে খেতে দেওয়া হয়েছিল অতিথিদের।

০৩ ০৭
মেনুতে ছিল, সাদা ভাত, শাকভাজা, চিংড়ি বাটা, শুক্তো, মুগ ডাল, পোস্ত নারকোল বড়া, ভেটকি পাতুরি, কাঁচালঙ্কা ধনেপাতা মুরগি, চাটনি, পাঁপড়, মিষ্টি দই।

মেনুতে ছিল, সাদা ভাত, শাকভাজা, চিংড়ি বাটা, শুক্তো, মুগ ডাল, পোস্ত নারকোল বড়া, ভেটকি পাতুরি, কাঁচালঙ্কা ধনেপাতা মুরগি, চাটনি, পাঁপড়, মিষ্টি দই।

০৪ ০৭
রাতে অতিথিদের জন্য ছিল চাইনিজ মেনু। বিভিন্ন রকম নুডলস ছাড়াও ছিল বেশ কিছু মাংসের পদ।

রাতে অতিথিদের জন্য ছিল চাইনিজ মেনু। বিভিন্ন রকম নুডলস ছাড়াও ছিল বেশ কিছু মাংসের পদ।

০৫ ০৭
যে সব অতিথির চাইনিজ পছন্দ নয়, তাঁদের জন্য ছিল এলাহি ভারতীয় থালির আয়োজন।

যে সব অতিথির চাইনিজ পছন্দ নয়, তাঁদের জন্য ছিল এলাহি ভারতীয় থালির আয়োজন।

০৬ ০৭
যাঁদের নিতান্ত বাঙালি খাবার পছন্দ তাঁদের জন্য পোলাও, লুচি, মাংস সহ একাধিক বাঙালি পদের আয়োজন ছিল।

যাঁদের নিতান্ত বাঙালি খাবার পছন্দ তাঁদের জন্য পোলাও, লুচি, মাংস সহ একাধিক বাঙালি পদের আয়োজন ছিল।

০৭ ০৭
অতিথিদের জন্য ছিল ঢালাও ডেজার্টের আয়োজন। যে যাঁর পছন্দ মতো করেছেন মিষ্টিমুখ।

অতিথিদের জন্য ছিল ঢালাও ডেজার্টের আয়োজন। যে যাঁর পছন্দ মতো করেছেন মিষ্টিমুখ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE