Advertisement
E-Paper

দিলজিতের পর কোল্ড প্লে! গানের অনুষ্ঠানের আগেই নোটিস ধরানো হল গায়ক ক্রিস মার্টিনকে

আগামী ২৫ ও ২৬ জানুয়ারি কোল্ড প্লে-র অনুষ্ঠানের আগেই আমদাবাদের জেলা শিশু সুরক্ষা বিভাগ গায়ক ক্রিস মার্টিন ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজক সংস্থার নামে নোটিস জারি করল। কী বলা হয়েছে ওই নির্দেশিকায়?

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৫ ১৭:০৪
chris martins band coldplay gets notice ahead of Ahmedabad concert know why

আগামী ২৫ ও ২৬ জানুয়ারি অমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কোল্ড প্লে-র গানের অনুষ্ঠান। ছবি: সংগৃহীত।

ব্রিটিশ রক ব্যান্ড কোল্ড প্লে-র অনুষ্ঠানের আগেই ফতোয়া। গুজরাত প্রশাসন জানিয়ে দিল কোনও ভাবেই নিয়ম ভাঙা যাবে না। শীতের মরশুমে গানের অনুষ্ঠান বাড়ছে। সারা দেশ জুড়েই চলছে একের পর এক কনসার্ট— কখনও ব্রায়ান অ্যাডামস, কখনও দিলজিৎ দোসাঞ্জ তো কখনও কোল্ড প্লে। দেশি-বিদেশি গায়কের অনুষ্ঠান ঘিরে উত্তেজনা তুঙ্গে।

গত নভেম্বর মাসে বিক্রি হয়েছিল কোল্ড প্লে-র অনুষ্ঠানের টিকিট। অপ্রতুলতায় হাহাকার পড়ে গিয়েছিল দেশ জু়ড়ে। এমনকি কর্ণ জোহরের মতো প্রভাবশালীও টিকিট না পেয়ে হতাশা প্রকাশ করেছিলেন। সেই কোল্ড প্লে-র গানের অনুষ্ঠান হবে আগামী ২৫ ও ২৬ জানুয়ারি, অমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। তার আগেই আমদাবাদের জেলা শিশু সুরক্ষা বিভাগ গায়ক ক্রিস মার্টিন ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজক সংস্থার নামে নোটিস জারি করল। কী বলা হয়েছে ওই নির্দেশিকায়?

জানা গিয়েছে, অনুষ্ঠান মঞ্চে কোনও ভাবেই কোনও শিশুকে ব্যবহার করা যাবে না। আয়োজক সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে, শিশুদের শ্রবণ নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে, অনুষ্ঠানে সমস্ত শিশুর কানে যেন ইয়ারপ্লাগ থাকে। ১২০ ডেসিবেলের বেশি শব্দমাত্রা শিশুদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ফলে নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তবে এই নির্দেশিকা স্বতঃপ্রণোদিত হয়ে নেয়নি প্রশাসন। বরং চণ্ডীগঢ়ের বাসিন্দা পণ্ডিত রাও ধরনেওয়র নামে এক অধ্যাপকের করা অভিযোগের পরই নড়ে বসেছে প্রশাসন। সমাজবিদ্যার অধ্যাপক পণ্ডিত রাও সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শিশুদের স্বাস্থ্যক্ষতি এবং মানসিক বিকাশে বাধা হতে পারে উচ্চমাত্রার শব্দ। তাই শিশু সুরক্ষার কথা ভেবেই এই পদক্ষেপ করেছেন তিনি।

এর আগে পণ্ডিত রাও দিলজিতের লুধিয়ানার অনুষ্ঠানের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছিলেন। সে বার দিলজিতের গানের কথা নিয়ে তাঁর অপত্তি ছিল।

Coldplay Rock Band Live Concert Rock Concert Child Safety
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy