Advertisement
E-Paper

নচিকেতার চিকিৎসা কেমন চলছে? সবিস্তার জানতে হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সূত্রের খবর, মিনিট ১৫ ছিলেন মুখ্যমন্ত্রী। গায়কের চিকিৎসা বিষয়ে খুঁটিয়ে জানতে চান। মৃদু শাসনও করেন নচিকেতা চক্রবর্তীকে!

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ১৭:৩৫
নচিকেতা চক্রবর্তীর খবর নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নচিকেতা চক্রবর্তীর খবর নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

মঙ্গলবার নচিকেতা চক্রবর্তীকে দেখতে হাসপাতালে উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বেলা আন্দাজ সাড়ে তিনটে নাগাদ তিনি বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে হঠাৎ উপস্থিত হন। মিনিট পনেরো ছিলেন বলে জানা গিয়েছে।

ঘনিষ্ঠ সূত্রে আরও জানা গিয়েছে, গায়কের চিকিৎসা কী হচ্ছে বা তিনি চিকিৎসায় কতটা সাড়া দিচ্ছেন— এই নিয়ে খুঁটিয়ে জানতে চান মুখ্যমন্ত্রী। গায়ককে তিনি নিজের ‘ভাই’ বলে সম্বোধন করেন। স্বাভাবিক ভাবেই তিনি মৃদু শাসনও করেন নচিকেতাকে। গায়ক যাতে আগামী দিনে শরীরের যত্ন নেন, সে বিষয়ে নানা কথা বলেন।

হাসপাতাল সূত্রে খবর, দুটো স্টেন্ট বসানোর পর দ্রুত অবস্থার উন্নতি হচ্ছে গায়কের। ইতিমধ্যেই তাঁকে জেনারেল বেডে স্থানান্তরিত করা হয়েছে। খাওয়াদাওয়া করছেন। সকলের সঙ্গে কথা বলছেন নচিকেতা। পছন্দের বই পড়তেও দেখা গিয়েছে। একটু সুস্থ হতেই তিনি নাকি ফিরতে চেয়েছেন মঞ্চানুষ্ঠানে। যদিও এখনই তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে না। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। বৃহস্পতিবার পর্যন্ত হাসপাতালে থাকতে হতে পারে তাঁকে। শারীরিক অবস্থা বুঝে চিকিৎসকেরা তাঁকে ছুটি দেবেন।

শনিবার রাতে আচমকা বুকে অস্বস্তি, শ্বাসকষ্ট শুরু হয় গায়কের। ঘামতে থাকেন তিনি। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় বাইপাস সংলগ্ন বেসরকারি হাসপাতালে। চিকিৎসকেরা পরীক্ষা করে জানান, হার্টে ব্লকেজ। তখনই অস্ত্রোপচার করে স্টেন্ট বসানোর সিদ্ধান্ত নেন তাঁরা। এ কথা জানিয়েছেন গায়কঘনিষ্ঠ আর্যদেব। পরিবারের সম্মতি মিলতেই দুটো স্টেন্ট বসে নচিকেতার হৃৎপিণ্ডে। টানা মঞ্চানুষ্ঠানের ফলে অতিরিক্ত পরিশ্রম থেকে সম্ভবত অসুস্থ হয়ে পড়েন তিনি।

Mamata Banerjee cm West Bengal CM Nachiketa Chakraborty
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy