Advertisement
E-Paper

‘কোল্ডপ্লে’র অনুষ্ঠানেও মধ্যমণি শাহরুখ! ক্রিস মার্টিনকে ‘ভাই’ বলে ভালবাসায় ভরালেন বাদশাহ?

ভিডিয়োয় দেখা যাচ্ছে, মঞ্চে অনুষ্ঠানের সময়ে ক্রিস বলে ওঠেন “শাহরুখ খান ফরএভার।” সেই শুনে উন্মত্ত শ্রোতাও উচ্ছ্বাসে ফেটে পড়েন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ১৫:১৬
Coldplay vocalist Chris Martin gives shoutout to Shah Rukh Khan and the video is viral

শাহরুখও উত্তর দিলেন ক্রিস মার্টিনকে। ছবি: সংগৃহীত।

গত বছর শুরু হয়েছিল প্রতীক্ষা। অবশেষে ভারতে ব্রিটিশ রক ব্যান্ড ‘কোল্ডপ্লে’। মুম্বইয়ে পর পর অনুষ্ঠান করছেন তাঁরা। সেই অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্তের ভিডিয়ো সমাজমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। তার মধ্যে ১৯ জানুয়ারির অনুষ্ঠানের একটি ভিডিয়ো নজর কেড়েছে অনুরাগীদের। বিশেষ করে শাহরুখ খানের অনুরাগীদের জন্য এই ভিডিয়ো যেন বড় চমক। ‘কোল্ডপ্লে’ শিল্পী ক্রিস মার্টিনের মুখে উঠে এসেছে শাহরুখের নাম।

ভিডিয়োয় দেখা যাচ্ছে, মঞ্চে অনুষ্ঠানের সময় ক্রিস বলে ওঠেন, “শাহরুখ খান ফরএভার।” সেই শুনে উন্মত্ত শ্রোতাও উচ্ছ্বাসে ফেটে পড়েন। সেই মুহূর্তের ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন বলিউডের বাদশাহও। শাহরুখ তাঁর ভাগ করে নেওয়া ভিডিয়োর ক্যাপশনে একই কায়দায় লিখেছেন, “ক্রিস মার্টিন ফরএভার অ্যান্ড এভার”।

তার সঙ্গেই ‘কোল্ডপ্লে’ ব্যান্ডের জনপ্রিয় গান ‘ইয়েলো’র পঙ্‌ক্তি দিয়েই নিজের অনুভূতি প্রকাশ করেন শাহরুখ। অভিনেতার কথায়, “আমার ভাই ক্রিস মার্টিন, তোমার জন্য সত্যিই নিজেকে বিশেষ মনে হচ্ছে। ঠিক যেমন তোমার গানকে মনে হয়। তোমাকে খুব ভালবাসি। তোমার গোটা দলকে আমার তরফ থেকে আলিঙ্গন। কোটি কোটি মানুষের মধ্যে তুমি সত্যিই আমার কাছে বিশেষ, বন্ধু। ভারত সত্যিই ‘কোল্ডপ্লে’-কে খুব ভালবাসে।”

মুম্বইয়ে তিন দিনের অনুষ্ঠান ‘কোল্ডপ্লে’র। একটি অনুষ্ঠানে অনুরাগীদের জন্য হিন্দিতেও কথা বলেছেন ক্রিস। ‘কোল্ডপ্লে’র সুরের মূর্ছনায় ভেসে যান ভক্তেরা। তাই প্রায় এক বছর আগে থেকে তাঁদের প্রতীক্ষায় দিন গুনছিলেন অনুরাগীরা। সেই অনুরাগীদের উদ্দেশে মঞ্চ থেকে ক্রিসের বার্তা, “সকলকে শুভ সন্ধ্যা। স্বাগত জানাই। মুম্বইয়ে এসে আমাদের খুব ভাল লাগছে।” হিন্দিতে এই বার্তা শুনে করতালিতে ভরিয়ে দেন অনুরাগীরা।

১৮ জানুয়ারি ছিল ‘কোল্ডপ্লে’র প্রথম অনুষ্ঠান। বিমানবন্দর থেকেই তাঁদের ক্যামেরাবন্দি করেন ছবিশিকারিরা। ভারত ভ্রমণে মূল কণ্ঠশিল্পী ক্রিস মার্টিনের সঙ্গে আসেন তাঁর চর্চিত প্রেমিকা তথা অভিনেত্রী ডাকোটা জনসনও। প্রেমিকার হাতে হাত রেখে মেরিন ড্রাইভেও ঘোরেন ক্রিস। ভারতীয় পোশাকে ডাকোটা পৌঁছন সিদ্ধি বিনায়ক মন্দিরেও।

Coldplay Shah Rukh Khan Chris Martin
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy