১৪ মে শুরু হয়েছে ৭৮ তম কান চলচ্চিত্র উৎসব। প্রতি বছরই বলিউডের বেশ কিছু তারকাকে দেখা যায় এই উৎসবে। তাঁরা কেমন সাজ-পোশাক করলেন তা নিয়ে উৎসুক থাকেন দর্শকও। এ বছরও সেই আগ্রহে বিন্দুমাত্র ভাটা পড়েনি। কিন্তু এই বছর চলচ্চিত্র উৎসব শুরুর আগেই বেশ কিছু নিয়ম কানুন জারি হয়েছে। নিয়ম হিসাবে বলা হয়েছে লাল গালিচায় নগ্ন পোশাক বা বিশাল পোশাক পরা যাবে না। এই নিয়ম জানার পর মজার মোড়কে বিষয়টিকে উপস্থাপন করেছেন বীর। নিজের সমাজমাধ্যমের পাতায় একটি বড় পোস্ট করেছেন তিনি।
বীর লিখেছেন, “খুবই দুঃখের সঙ্গে ঘোষণা করছি যে নতুন নিয়মের জন্য আমি আর কান চলচ্চিত্র উৎসবে যোগ দেব না। এই বছর আমি একটি গাঢ় বেইজ রঙের অফ শোল্ডার ৭৮ ফুট লম্বা পোশাক পরার পরিকল্পনা করেছিলাম।”
আরও পড়ুন:
তাঁর এই পোস্টের নীচে অনেকেই মজার মজার মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, “এ আইয়ের মাধ্যমে আপনি দয়া করে একটা এমন পোশাক আমাদের সামনে দেখান। কারণ ঠিক কল্পনা করতে পারছি না কেমন পোশাকের কথা আপনি বলছেন।”
চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হাঁটার নিয়ম কী?
কান উৎসব কর্তৃপক্ষ এ বারের উৎসবের জন্য অতিথিদের জন্য একটি নির্দেশিকা প্রকাশ করেছে। যেখানে বলা হয়েছে উৎসবে ‘নগ্ন’ পোশাকে প্রবেশ করা যাবে না। পাশাপাশি, লাল গালিচায় কোনও দীর্ঘ ফ্রিল যুক্ত পোশাক পরেও হাঁটা যাবে না। উৎসব কর্তাদের দাবি, এই ধরনের পোশাক পরলে তা কর্তব্যরত কর্মীদের ভিড় সামলাতে বাধা সৃষ্টি করে! পাশাপাশি লুমিয়ের গ্র্যান্ড থিয়েটারে প্রবেশের জন্যও একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। পুরো বিষয়টির নেপথ্যে সাফাই হিসেবে উৎসবের ‘প্রাতিষ্ঠানিকতা’ এবং ‘ফরাসি আইন’কে উল্লেখ করেছেন কর্তারা।