Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Entertainment News

বড়পর্দায় সম্পর্কের গল্প বলবেন সৌমিত্র-লিলি

পরিচালক জানালেন, দু’টি গল্প নিয়ে ছবিটি তৈরি করেছেন। প্রথম গল্প ‘মেয়ে’তে মেয়েদের নিয়েই গল্প বলতে চেয়েছেন। সমাজে এখনও মেয়েদের পিছিয়ে রাখা হচ্ছে। গল্পের প্রতিবন্ধকতা পেরিয়ে নায়িকার এগিয়ে যাওয়ার জার্নি দেখানো হবে বড়পর্দায়।

ছবির একটি দৃশ্যে সৌমিত্র ও লিলি। ছবি সৌজন্য: রাজা বন্দ্যোপাধ্যায়।

ছবির একটি দৃশ্যে সৌমিত্র ও লিলি। ছবি সৌজন্য: রাজা বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৭ ১৭:১৪
Share: Save:

ইচ্ছামৃত্যু নিয়ে প্রথম ছবি তৈরি করেছিলেন পরিচালক রাজা বন্দ্যোপাধ্যায়। ছবির নাম ছিল ‘ফিরে এলাম’। বয়ঃসন্ধিকে মাথায় রেখে দ্বিতীয় ছবি ‘সুইট সিক্সটিন আ মেমরেবল ডে’-র গল্প বলেছিলেন তিনি। এ বার তৃতীয় ছবি ‘মেয়ে/মানুষ’-এর অপেক্ষা। একটু অন্য ছকে যে গল্প বলবেন পরিচালক, তা বোধহয় আশা করাই যায়।

পরিচালক জানালেন, দু’টি গল্প নিয়ে ছবিটি তৈরি করেছেন। প্রথম গল্প ‘মেয়ে’তে মেয়েদের নিয়েই গল্প বলতে চেয়েছেন। সমাজে এখনও মেয়েদের পিছিয়ে রাখা হচ্ছে। গল্পের প্রতিবন্ধকতা পেরিয়ে নায়িকার এগিয়ে যাওয়ার জার্নি দেখানো হবে বড়পর্দায়। নতুন জুটিকে নিয়ে তৈরি গল্পে অভিনয় করেছেন মৌমিতা গুপ্ত, রাজা চট্টোপাধ্যায়, চঞ্চল ঘোষ প্রমুখ।

আরও পড়ুন, ‘ফড়িং’এর পর ‘ভালবাসার শহর’, ফের ছক্কা হাঁকালেন ইন্দ্রনীল

রাজার কথায়, ‘‘গাছ শিকড় ছাড়া বাঁচতে পারে না। মানুষও তেমনই সম্পর্ক ছাড়া বাঁচতে পারে না। সম্পর্কের মধ্যে থাকলে তা বোঝা যায় না। সম্পর্ক হারিয়ে গেলে সেটা উপলব্ধি করা যায়। এ নিয়েই দ্বিতীয় গল্পটি।’’ এই গল্পে বিভিন্ন ভূমিকায় দেখা যাবে সৌমিত্র চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী, সুজন মুখোপাধ্যায়, রত্না ঘোষাল, বিশ্বজিত্ চক্রবর্তী প্রমুখের অভিনয়।

ছবির একটি দৃশ্যে রত্না ঘোষাল। ছবি সৌজন্য: রাজা বন্দ্যোপাধ্যায়।

শুটিং শেষ। আগামী ১ সেপ্টেম্বর ছবি মুক্তির ভাবনা রয়েছে পরিচালকের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE