Advertisement
১৬ জুন ২০২৪

তরুণীকে চড়, নওয়াজউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে থানায় অভিযোগ

পার্কিং নিয়ে বচসার জেরে এক তরুণীকে মারধরের অভিযোগ উঠল অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে। অভিযোগ, তিনি নাকি তাঁর আবাসনের এক তরুণীর সঙ্গে দুর্ব্যবহার করেন। এমনকী কয়েক জন সঙ্গীর সঙ্গে নওয়াজ তাঁকে মারধরও করেন বলে অভিযোগ।

নওয়াজউদ্দিন সিদ্দিকি। ছবি: টুইটার।

নওয়াজউদ্দিন সিদ্দিকি। ছবি: টুইটার।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৬ ২১:০৫
Share: Save:

পার্কিং নিয়ে বচসার জেরে এক তরুণীকে মারধরের অভিযোগ উঠল অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে। অভিযোগ, তিনি নাকি তাঁর আবাসনের এক তরুণীর সঙ্গে দুর্ব্যবহার করেন। এমনকী কয়েক জন সঙ্গীর সঙ্গে নওয়াজ তাঁকে মারধরও করেন বলে অভিযোগ।

রবিবার দুপুরের এই ঘটনার পর ওই তরুণী ভারসোভা থানায় নওয়াজের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন। ওই তরুণীর পরিবার জানায়, এক বছর ধরেই নওয়াজ ওই আবাসনে থাকেন। আবাসনে আসার পর থেকেই পার্কিং নিয়ে তাঁর সঙ্গে অন্যান্য বাসিন্দাদের ঝামেলা শুরু হয়। এ দিনও তাই হয়েছিল। পার্কিংয়ের বেশির ভাগ জায়গাই নওয়াজ দখল করে নিয়েছেন। এ দিন ওই তরুণী সেই ছবিও তুলতে গিয়েছিলেন। তখনই দলবল নিয়ে নওয়াজ তাঁকে মারধর করেন বলে অভিযোগ করেছেন তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE