Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Cannes Film Festival

পিছোল কান চলচ্চিত্র উৎসব

এই উৎসবকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পরিচালক, প্রযোজক, অভিনেতা-অভিনেত্রীরা জড়ো হন এই ফরাসি শহরে।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
প্যারিস শেষ আপডেট: ২১ মার্চ ২০২০ ০৪:২৭
Share: Save:

জল্পনা চলছিলই। শেষ পর্যন্ত পিছিয়ে দেওয়া হল কান চলচ্চিত্র উৎসব। মে মাসের ১২ থেকে ২৩ তারিখ পর্যন্ত এ বছরের চলচ্চিত্র উৎসব হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গোটা বিশ্বেই নানা অনুষ্ঠান স্থগিত রাখা হচ্ছে। এই পরিস্থিতিতে গত কাল চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ জানিয়ে দেন, নির্ধারিত সময়ে এ বছরের অনুষ্ঠান হচ্ছে না।

এই উৎসবকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পরিচালক, প্রযোজক, অভিনেতা-অভিনেত্রীরা জড়ো হন এই ফরাসি শহরে। কিন্তু করোনার জেরে ফ্রান্সের বিভিন্ন শহর এখন তালাবন্দি। আজ তৃতীয় দিন চলছে। পরিস্থিতি বিচার করে উৎসবের নতুন দিনক্ষণ জানানো হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। তবে উৎসব কর্তাদের ইঙ্গিত, জুনের শেষ বা জুলাইয়ের প্রথম দিকে উৎসব হতে পারে। উৎসব কর্তৃপক্ষ বিবৃতিতে বলেছেন, ‘‘বিশ্ব জুড়ে সঙ্কটের এই সময়ে যাঁরা কোভিড-১৯-এর শিকার হয়েছেন, তাঁদের ও তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। যাঁরা এই ভাইরাস রুখতে দিনরাত লড়ছেন, তাঁদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। পরিস্থিতির গুরুত্ব বিচার করে নির্ধারিত সময় এ বার চলচ্চিত্র উৎসব হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cannes Film Festival Coronavirus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE