Advertisement
১১ ডিসেম্বর ২০২৩
Entertainment News

রমজানে কেন সুইমস্যুট? সোশ্যাল মিডিয়ায় ট্রোলড ফতিমা সানা শেখ

সমস্ত বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে ফতিমার সাম্প্রতিক একটি ছবি। সদ্যই মলদ্বীপের সমুদ্র সৈকতে একটি ফোটোশুট করেছেন ফতিমা। সেখানে দেখা যাচ্ছে, সমুদ্রের ধারে একটি অ্যান্টিক কাঠের চেয়ারে বসে রয়েছেন নায়িকা। একটি কালো হল্টারনেক সুইমস্যুট পরে রয়েছেন তিনি।

এই ছবি ঘিরেই বিতর্ক। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে

এই ছবি ঘিরেই বিতর্ক। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৮ জুন ২০১৭ ১৭:০১
Share: Save:

প্রিয়ঙ্কা চোপড়ার পর ফের পোশাক বিতর্কে আরও এক বলি-তারকা। এ বার সোশ্যাল মিডিয়ার তোপের মুখে পড়লেন ‘দঙ্গল’-খ্যাত অভিনেত্রী ফতিমা সানা শেখ।

সমস্ত বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে ফতিমার সাম্প্রতিক একটি ছবি। সদ্যই মলদ্বীপের সমুদ্র সৈকতে একটি ফোটোশুট করেছেন ফতিমা। সেখানে দেখা যাচ্ছে, সমুদ্রের ধারে একটি অ্যান্টিক কাঠের চেয়ারে বসে রয়েছেন নায়িকা। একটি কালো হল্টারনেক সুইমস্যুট পরে রয়েছেন তিনি। গতকাল নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ফোটোশুটেরই দু’টি ছবি পোস্ট করেন অভিনেত্রী। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় আছড়ে পড়তে থাকে একের পর এক সমালোচনা, কটূক্তি।

মুসলিম হওয়া সত্ত্বেও রমজানের মতো পবিত্র মাসে কেন ফতিমা খোলামেলা পোশাক পরা ছবি পোস্ট করেছেন, সেই নিয়ে শুরু হয় ট্রোলিং।

আরও পড়ুন: তোপের মুখে সেলফি ডিলিট করলেন প্রিয়ঙ্কা

কেউ বলেন, ‘‘মুসলিম সমাজ কখনই এই ধরনের সস্তা পাবলিসিটি অনুমতি দেয় না।’’ কেউ বলেছেন, ‘‘উনি শুধু নামেই মুসলিম, কাজে নন।’’ অনেকে বলেন, ‘‘আমরা আপনার খুব বড় ভক্ত। কিন্তু রমজান চলাকালীন আপনার কাছ থেকে এটা অন্তত আশা করিনি।’’ একজন লিখেছেন, ‘‘শেম অন ইউ ফতিমা। রমজানে অন্তত আপনার এটা করা উচিত হয়নি।’’

সমুদ্র তীরে কোন বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠ নন্দা?

আরও পড়ুন সমুদ্র তীরে কোন বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠ নন্দা?

ফতিমার পক্ষেও অবশ্য মুখ খুলেছেন অনেকে। কেউ বলেছেন, ‘‘ফতিমার পোশাক নিয়ে কিছু বলার আগে নিজেদের মনোভাবটা বদলান।’’ কেউ বলেন, ‘‘ধর্মকে ভুলে যান, আগে একজন মেয়েকে সম্মান করতে শিখুন।’’

কিছুদিন আগেই বার্লিনে নরেন্দ্র মোদীর পাশে খাটো পোশাকে পায়ের উপর পা তুলে বসা ছবি পোস্ট করে, সোশ্যাল মিডিয়ায় একাংশের তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন প্রিয়ঙ্কা চোপড়া। সাম্প্রতিক এই বিতর্কে এখনও মুখ খোলেননি ফতিমা।

এর আগে কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সঙ্গে দেখা করায় ট্রোলড হয়েছিলেন ‘দঙ্গল’-এর আর এক অভিনেত্রী জাইরা ওয়াসিম। ‘দঙ্গল’-এ ফতিমা সানা শেখ অভিনীত ‘গীতা’র ছোটবেলার চরিত্রটিতে অভিনয় করেছিলেন জাইরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE