ছিল ‘দীপিকা পাড়ুকোন’। হয়ে গেল ‘তারা’। হঠাৎ টুইটারে নিজের নাম বদলে দিলেন কেন বলিউড অভিনেত্রী? বাস্তবিকই নিজের নাম পাল্টে ফেললেন নাকি তিনি!
পাঁচ বছর হয়ে গেল। সেই কর্সিকায় দেখা হয়েছিল 'তারা' আর 'বেদ'-এর। তারপর কত্ত ‘তমাশা’! আজ সেই স্মৃতিচারণ করলেন ‘তমাশা’ ছবির অভিনেত্রী। যাঁর চরিত্রের নাম ছিল ‘তারা’। বেদের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা রণবীর কপুর। এই ছবিতে রণবীর কপুরের অভিনয় নিয়ে তুমুল প্রশংসা হয়েছিল তখন। অন্যদিকে গল্প বলার অভিনবত্ব, ছবি নির্মাণের কৌশল, গানের ব্যবহার— সব মিলিয়ে পরিচালক ইমতিয়াজ আলির ঝুলি ভরে উঠেছিল প্রশংসায়। বিশেষ করে, ‘আগর তুম সাথ হো’ গানটির শুরুর মুহূর্তের দৃশ্যায়নের ক্লিপিংটি আজও ইউটিউবে ব্যপক জনপ্রিয়।
আর গান?